Thursday, August 28, 2025

আইপিএল-এর মাঝেই ধারাভাষ্যকার এবং ১০ ফ্র্যাঞ্চাইজিকে কড়া বার্তা দিল বোর্ড

Date:

চলছে আইপিএল ২০২৪। আর তারই মাঝে দশ দল এবং ধারাভাষ্যকারদের কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন মাঠ থেকে কেউ কোনও ভিডিও বা ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না, এদিন এমনটাই জানাল বিসিসিআই। বোর্ডের বার্তাতে বলা হয়েছে, ম্যাচের দিন, ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে কোনও ছবি বা ভিডিও নিজেদের সোশাল মিডিয়ায় পোস্ট করা যাবে না।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, “আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে স্টার স্পোর্টস ও ভায়াকম ১৮-কে অনেক টাকা দিতে হয়েছে বোর্ডকে। তাই তারা চাইছে না যে, খেলার কোনও ঘটনার ভিডিও বা ছবি অন্য কেউ পোস্ট করুন। ধারাভাষ্যকাররা কোনও ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। তবে ইনস্টাগ্রামে লাইভ করছেন বা মাঠের ছবি পোস্ট করার নজিরও রয়েছে। যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁদের জরিমানা করা হবে। বোর্ড তাই সব ধারাভাষ্যকারকে নির্দেশ দিয়েছে, খেলার দিন মাঠ থেকে কোনও ভিডিও বা ছবি প্রকাশ করা যাবে না। কয়েকজন ক্রিকেটার খেলার দিনে নিজেদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাঁদেরও সেসব মুছে দিতে হয়েছে।

আসলে ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে এক ধারাভাষ্যকার নিজের ধারাভাষ্য দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্ট ১০ লক্ষের বেশি দর্শক দেখেন। তারপরেই সেই ধারাভাষ্যকারকে ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দেয় বোর্ড। প্রথমে তিনি রাজি হননি না। অনেক বার অনুরোধ করার পরে তিনি সেই ভিডিও মুছে দেন। কোন ধারাভাষ্যকার এই কাজ করেছিলেন সেটি অবশ্য জানা যায়নি। এই ঘটনার পরেই কড়া হয়েছে বোর্ড। সম্প্রতি কয়েকজন ক্রিকেটার তাঁদের ছবি ম্যাচর দিন পোস্ট করেছেন। তাঁদেরকে ছবি সরিয়ে দেওয়ার অনুরোধও করা হয়েছিল। আবার একটি ফ্র্যাঞ্চাইজিকে ৯ লাখ টাকা জমিরামানাও করা হয়েছিল। লাইভ ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করেছিল তারা।

আরও পড়ুন- গতকাল চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরেও নজির গড়েছেন রোহিত


Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version