“মামদোবাজি চলবে না, কোনও বাপের ব্যাটার হিম্মত নেই!” রামনবমী নিয়ে বেলাগাম দিলীপ

নিজের দলের কাছেই শোকজ চিঠি খেয়েছেন দিলীপ, কিন্তু কোনও কিছুতেই পরোয়া নেই তাঁর!

অকথা, কুকথা, হুমকি, ভাষা সন্ত্রাসে এ রাজ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। তার জন্য কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি তাঁকে! নির্বাচন কমিশন সেন্সর করেছে, লাভ হয়নি, দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! নিজের দলের কাছেই শোকজ চিঠি খেয়েছেন দিলীপ, কিন্তু কোনও কিছুতেই পরোয়া নেই তাঁর!

ভোট প্রচারে নেমে এবার রাম নবমী নিয়ে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “৫০ হাজার লোক নিয়ে মিছিল হবে রামনবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুদের আটকায়।”

এখানেই শেষ নয়। সুর সপ্তমে চড়িয়ে রীতিমতো হুংকার দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আইন, আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন। সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে। মামদোবাজি নাকি? ৫০০ বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা উৎসব করব না? তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করো। আমরা কেন করব না? আজ থেকে টানা ৪ দিন আমি রাম নবমী পালন করব। কার কত দম আটকে দেখাক।”