Wednesday, November 12, 2025

লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বাগান ফুটবলাররা?

Date:

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে সবুজ-মেরুন। গত আটবার যা পারেনি তারা, সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেটাই করে দেখায় মোহনবাগান । আর এর সৌজন্যে নজির গড়ে সবুজ-মেরুন। প্রথমবার আইএসএলে লিগসেরার খেতাব জেতে মোহনবাগান এবং লিগের ইতিহাসে এই প্রথম তারা হারাল মুম্বই সিটি এফসি-কে। এর আগে দু-দু’বার লিগশিল্ড হাতছাড়া করতে হয়েছিল স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। তবে সোমবার সেই আক্ষেপ মিটল হাবাসের। আর তাইতো এই জয়কে কোচকে কৃতিত্ব দিলেন অনিরুদ্ধ থাপা, পেত্রাতোসরা।

ম্যাচ শেষে থাপা বলেন, “ এই জয়ের কৃতিত্ব কোচের। হাবাস আসার পর আমাদের খেলা বদলে গেল। কোচ বড্ড কড়া। অনেক চাহিদা তাঁর। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।’’ একই কথা শোনা গেল বাগানের তারকা ফুটবলার পেত্রাতোসের গলাতেও। তবে তিনি হাবাসের সঙ্গে জনি কাউকোকেও কৃতিত্ব দিচ্ছেন। পেত্রাতোস বলেন, ‘‘এই কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওরা দু’জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে। পর পর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে এই দু’জনের জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছি।”

ওপর দিকে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম গোল করা লিস্টন কোলাসো বলেন, “ আগের ম্যাচে প্রথম একাদশে ছিলাম না। এদিন শুরু থেকে খেলার সুযোগ পেয়েছি। নিজেকে প্রমাণ করে পেরে আমি খুশি।” এদিকে কোচকে কৃতিত্ব দিলেন সবুজ-মেরুনের আরও এক বিদেশি এবং দ্বিতীয় গোল করা জেসন ক্যামিংসও। তিনি বলেন, ‘‘কাল রাতেই স্বপ্ন দেখেছি, পরিবর্ত হিসাবে নামব এবং গোল করব। সেই স্বপ্নপূরণ হয়েছে। কেমন লাগছে, ভাষায় বোঝাতে পারব না।’’

আরও পড়ুন- আজ ঘরের মাঠে কেকেআরের সামনে রাজস্থান

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version