Monday, November 10, 2025

জলপাইগুড়িতে জনসভা, দার্জিলিঙে রোড শো- উত্তরে আজ জোড়া কর্মসূচি মমতার 

Date:

হাতে বেশি সময় নেই। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়ি আসনে ভোট গ্রহণ হবে (Jalpaiguri Loksabha Election)। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভাল ফল করার লক্ষ্যে তৃণমূল (TMC targets North Bengal)জোরদার প্রচার শুরু করেছে। আজ ময়নাগুড়ির পশ্চিম শালবাড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy) সমর্থনে জনসভা করবেন। বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দলের সুপ্রিমোর এই সভা ঘিরে তৃণমূল শিবিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে। সকাল থেকে প্রশাসনের তরফেও জোর তৎপরতা শুরু হয়েছে।

কয়েকদিন আগেই ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে সভা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।এবার দলনেত্রী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা।মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা করার পর দার্জিলিং জেলায় গোপাল লামার (Gopal Lama) সমর্থনে রোড শো করবেন মমতা। শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রা করবেন নেত্রী। প্রার্থীসহ দার্জিলিং জেলার তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। দুপুর আড়াইটে নাগাদ এই রোড শো শুরু হবে। ভারতের ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম দার্জিলিং। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি দার্জিলিং জেলায় অবস্থিত। বাকি ২টি বিধানসভার মধ্যে একটি কালিম্পং এবং ১টি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।

 

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version