Sunday, August 24, 2025

জলপাইগুড়িতে জনসভা, দার্জিলিঙে রোড শো- উত্তরে আজ জোড়া কর্মসূচি মমতার 

Date:

হাতে বেশি সময় নেই। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়ি আসনে ভোট গ্রহণ হবে (Jalpaiguri Loksabha Election)। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভাল ফল করার লক্ষ্যে তৃণমূল (TMC targets North Bengal)জোরদার প্রচার শুরু করেছে। আজ ময়নাগুড়ির পশ্চিম শালবাড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmal Chandra Roy) সমর্থনে জনসভা করবেন। বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দলের সুপ্রিমোর এই সভা ঘিরে তৃণমূল শিবিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে। সকাল থেকে প্রশাসনের তরফেও জোর তৎপরতা শুরু হয়েছে।

কয়েকদিন আগেই ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে সভা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।এবার দলনেত্রী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা।মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা করার পর দার্জিলিং জেলায় গোপাল লামার (Gopal Lama) সমর্থনে রোড শো করবেন মমতা। শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রা করবেন নেত্রী। প্রার্থীসহ দার্জিলিং জেলার তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। দুপুর আড়াইটে নাগাদ এই রোড শো শুরু হবে। ভারতের ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম দার্জিলিং। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি দার্জিলিং জেলায় অবস্থিত। বাকি ২টি বিধানসভার মধ্যে একটি কালিম্পং এবং ১টি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত। আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version