Sunday, August 24, 2025

গঙ্গার তলা দিয়ে ট্রেন চালিয়ে রেকর্ড আয় মেট্রো কর্তৃপক্ষের!

Date:

এক মাস যেতে না যেতেই দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবায় (India’s First Under water Metro Service) রেকর্ড আয়। গত ১৫ মার্চ থেকে হাওড়া ময়দান -এসপ্ল্যানেড (Howrah Maida to Esplanade) রুটের মেট্রো চলাচল শুরু হয়েছে। এক মাসে ১২ লক্ষ ১৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন বলে কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা যাচ্ছে। যার ফলে গ্রিনলাইনে বেশ ভাল আয় হয়েছে, জানাচ্ছেন আধিকারিকরা।

গঙ্গার তলা দিয়ে মেট্রোতে যাতায়াত করার অভিজ্ঞতা ছোট থেকে বড় সকলেই অর্জন করতে চেয়েছিলেন। তাই প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় চোখে পড়েছে। হাওড়া স্টেশন থেকে সড়ক পথে ধর্মতলা পৌঁছাতে যে জ্যাম বা সময় লাগতো তার তুলনায় অনেকটাই কম সময় নির্বিঘ্নে আরামদায়ক যাতায়াত হচ্ছে এই মেট্রোতে। সে কারণে শহরতলির মানুষেরা হাওড়া স্টেশনে পৌঁছানো মাত্রই সোজা গ্রিনলাইনের (Green Line Metro) দিকে হাটা দিচ্ছেন। এর সঙ্গে আবার এসপ্ল্যানেডে নেমে সহজেই অন্য রুটের মেট্রো ধরে নেওয়া যাচ্ছে, বাইরে না বেরিয়ে। তাই গরমের দিনে গঙ্গার তলা দিয়ে পাতাল পথে যাতায়াতে আগ্রহ বেড়েছে যাত্রীদের। কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গঙ্গার নিচে মেট্রোয় যাতায়াত করেছেন ১২ লক্ষ ১৪ হাজার মানুষ! একই সময়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে যাত্রী সংখ্যা ১ কোটি ৫২ লক্ষ। এর থেকেই পরিষ্কার গন্তব্যে পৌঁছতে সাধারণ যানবাহনের থেকে মেট্রোরেলের ওপর নির্ভরতা বাড়ছে সব বয়সীদের।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version