Thursday, August 21, 2025

বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বন্ধ হবে মাছ খাওয়াও: সতর্ক করলেন অভিষেক

Date:

বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে! মাছ খাওয়াও বন্ধ হবে। মঙ্গলবার, কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে জনসভা থেকে সবাইকে সতর্ক করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে BJP নেত্রীর বক্তব্যের অডিও শোনান অভিষেক। এদিন কোচবিহারের গোপালপুর ছাগলবেড় চৌপথীর পাশের ময়দানে তৃণমূল (TMC) প্রার্থীর হয়ে সভা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন সভা মঞ্চ থেকে একটি অডিও শোনান অভিষেক। সেখানে শোনা যায়, এক মহিলা বলছেন. ২০২৫ সালে তৃণমূল সরকার রাজ্যে থাকবে না। বিজেপি (BJP) এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অভিষেক জানান, এটি বিজেপির এক জেলা নেত্রীর মন্তব্য। তিনি বলেন, এটা আমি নয়, বলছেন বিজেপির জেলা নেত্রী। অভিষেকের কথায়, বাংলায় মা-বোনেরদের যে অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে, বিজপি জিতলে তা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে।

পাশাপাশি, বাংলার জীবনশৈলীর স্বাধীনতাও বিজেপি কেড়ে নেবে বলে অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee)। তিনি বলেন, “পাঁচ বছরে যাঁকে দেখেননি, তিনি অমিত শাহর ডেপুটি হয়ে বসে আছেন। নিশীথ প্রামাণিক জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়াও।“ এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “বলছে মাছ খেলে সে দেশদ্রোহী। এই শুনে আগে এক বার মাছ খেতাম। এখন দুবার খাই।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে কথায়, “বিজেপি আপনাদের পাঁচ বছর ঠকিয়েছে। আপনারা তার বদলা নিন।“ ২০১৯ সালে বিজেপি (BJP) উত্তরবঙ্গে জিতেও মানুষের খোঁজখবর নেয়নি। “আগামী ১৯ এপ্রিল ১৯-এর বদলা নিন।“




Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...
Exit mobile version