Thursday, May 8, 2025

১৬ মাসের মেয়েকে ফেলে ঘুরতে গেল ‘মা’, খাবার না পেয়ে মৃত্যু শিশুকন্যার!

Date:

মা আর সন্তানের সম্পর্কে এ কেমন ঘটনা? ১৬ মাসের শিশুকন্যাকে ফেলে রেখে কোনও মহিলা এভাবে ছুটি কাটাতে চলে যেতে পারেন? আমেরিকার বাসিন্দা ক্রিসটেল ক্যানডেলারিও (Christel Candelario is a resident of America) আসলে মা হওয়ার অযোগ্য। এমন কথাই বলছেন শিশু বিশেষজ্ঞরা। নিজের ইচ্ছে পূরণে কন্যা সন্তানকে জল খাবার ছাড়া দশ দিন গৃহবন্দি করে বেড়াতে যাওয়ার অভিযোগ এই মহিলার বিরুদ্ধে। যখন নিজের সাধ পূরণ করে বাড়ি ফিরলেন, তখন শিশুকন্যা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। জল খাবার না পেয়ে শেষ হয়েছে তাঁর সদ্য জন্মানো নতুন জীবন। মৃত শিশুর মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার সেই মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক। ‘মা’ এমন হতে পারে? প্রশ্ন তুলছে নেট দুনিয়া।

১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়েরতো ঘুরতে গিয়েছিলেন ক্রিসটেল ক্যানডেলারিও। শিশুকন্যার জন্য খাবার বা পানীয় জলের কোন ব্যবস্থা করে যাননি তিনি। ১০ দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তাঁর মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গোটা বিষয়টা জানার পরই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। গত বছর জুন মাসে ঘটা এই ঘটনার রায় ঘোষণা করতে গিয়ে সোমবার আমেরিকার এক আদালতের বিচারক ব্রেনডন শিহান ক্যানডেলারিওর উদ্দেশে বলেন, ‘‘আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি, তেমনই আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে কাটানো। তবে পার্থক্য একটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানীয় পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি।’’ মামলার শুনানিতে ক্যানডেলারিও মানসিক অবসাদের কথা তুলে ধরে স্বপক্ষে যুক্তি দেবার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বিচারক তাতে আমল দেননি।

 

Related articles

লাহোরে একের পর এক বিস্ফোরণে শহর জুড়ে আতঙ্ক, বন্ধ একাধিক বিমানবন্দর

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকালে লাহোরে একের পর এক বিস্ফোরণের (Several Blast Heard in Pakistan's Lahore)...

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation...

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...
Exit mobile version