তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশের কয়েক মিনিটের মধ্যে ট্রেন্ডিং ‘দিদির শপথ’। এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং ‘দিদির শপথ’। ইস্তেহারে দশটি প্রতিশ্রুতিকে তৃণমূল সুপ্রিমোর ১০ শপথ হিসাবে দেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়া ট্যুইটার ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিল তৃণমূল কংগ্রেসের #DidirShopoth। ব্যাপক সাড়া মিলেছে। তার প্রমাণ ট্যুইটারে ট্রেন্ডিং ‘দিদির শপথ’।

আরও পড়ুন- রামনবমীতে উস্কানি! বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল, নিশানা রাজ্যপালকেও
