ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে মাত্রা ৬.৪

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ফের জোরালো ভূমিকম্প। জাপানের শিকোকু শহরে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। জাপানের পশ্চিম উপকূল শিকোকু কেঁপে ওঠে বুধবার ৬.৪ মাত্রার কম্পনে। ৬.৪ মাত্রার কম্পনের পর আতঙ্ক ছড়ালেও, কোনও সুননামি সতর্কতা জারি করা হয়নি। পাশপাশি কনম্পনের জেরে কেউ হতাহত হেয়ছেন কি না, সে বিষয়েও একনও সুস্পষ্টভাবে কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- তীব্র গরমের জের! রাজ্যে এগিয়ে আসছে গরমের ছুটি! কবে থেকে ছুটি পড়বে?