প্রিসাইডিং অফিসারদের জোর করে ফর্মে সই করাছে বিএসএফ, বিস্ফোরক উদয়ন 

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই শুরু হতে চলেছে প্রথম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বিজেপির গুন্ডাগিরি (BJP hooliganism) শুরু। ভোটের আগের রাতেই প্রিসাইডিং অফিসারদের জোর করে ফর্মে সই করানোর অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি জানাচ্ছেন দিনহাটা সহ কোচবিহারের বিভিন্ন প্রান্তে বিএসএফের জওয়ানরা গিয়ে ভোটের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে জোর করে সই আদায় করছে যাতে কোন রকমের অশান্তি হলে কারোর অনুমতি ছাড়াই যাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে সন্ত্রাস করতে শুরু করেছে বিজেপি বলে অভিযোগ উদয়নের।

এদিকে ভোট শুরু হওয়ার আগের রাত থেকেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। গোসামারিতে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আক্রান্তরা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। এদিন তাঁদের দেখতেও যান উদয়ন।

 

Previous articleরাত পোহালেই উত্তরের তিন জেলায় ভোট, সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টায় বিজেপি
Next articleনিশীথের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল, বিজেপি প্রার্থীর বাড়িতে তল্লাশির দাবি কুণালের!