Saturday, May 3, 2025

টিম ইন্ডিয়া জার্সি থেকে রেলস্টেশনের রং সর্বত্রই গেরুয়া রাজনীতি করা বিজেপি সরকার (BJP Government) এবার বদলে দিল দূরদর্শনের লোগোর রং। ১৯৫৯ থেকে চলে আসা চেনা দূরদর্শনের লোগোর রং (Doordarshan Logo Colour) বদলে ভোটের আগে তা হলো গেরুয়া (Safron logo of Doordarshan)।প্রাইভেট সংবাদমাধ্যমের একাংশকে টাকা দিয়ে কিনে নেওয়ার পাশাপাশি এবার নির্লজ্জভাবে ন্যাশনাল নিউজ চ্যানেলকেও গৈরিকীকরণ করল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন পাবলিক নিউজ টেলিভিশন চ্যানেল ডিডি নিউজ, জাতীয় সম্প্রচারকারী দূরদর্শনের ফ্ল্যাগশিপ চ্যানেল মঙ্গলবার থেকে গেরুয়া রঙে বদলে গেছে। এরপরই বিজেপির গৈরিকীকরণের নির্লজ্জ প্রকাশ নিয়ে সরব বিরোধীরা।

ক্ষমতায় আসার আগে এই বিজেপি দূরদর্শনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি এডিটেড সাক্ষাৎকার সম্প্রচারের জন্য দূরদর্শনের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ করেছিল বিজেপি। আর ক্ষমতায় এসে কার্যত গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে গৈরিকীকরণের নোংরা রাজনীতি করে চলেছে মোদি সরকার। ২০১৫ সালে বিজেপি ক্ষমতায় আসার পর যশোদা বেন সম্পর্কিত একটি তথ্য সম্প্রচারের জন্য দূরদর্শনের সহকারী পরিচালককে আহমেদাবাদ থেকে আন্দামানে স্থানান্তরিত করে মোদি সরকার। আজ প্রথম নয়, দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই সংবাদমাধ্যমের উপর প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে এই বিজেপির বিরুদ্ধে। নির্দেশিকা অনুসারে, শুধুমাত্র সরকারি অনুষ্ঠানে লাইভ কভারেজ ডিডি এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য বাধ্যতামূলক। অথচ ২০১৮ সালে দূরদর্শন বিজেপির একটি অনুষ্ঠান সম্প্রচার করেছিল, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে দলের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলকে এই সুবিধা কখনই দেয়নি চ্যানেল। অর্থাৎ চিরকালই জাতীয় সংবাদ মাধ্যমকে নিজের স্বার্থের ব্যবহার করে এসেছে বিজেপি। এবার সর্বসমক্ষে তা স্পষ্ট করে দিল দূরদর্শনের নতুন গেরুয়া রঙের লোগো।

চলতি মাসের পাঁচ তারিখে ভারতের জাতীয় সম্প্রচারকারী দূরদর্শনে ‘দ্য কেরালা স্টোরি’ ফিল্মটি সম্প্রচারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগ করেছিলেন যে দূরদর্শনকে হাতের পুতুল হিসেবে নিজেদের কাজে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি। নিজেদের এজেন্ডা পূরণের কাজে জাতীয় সংবাদমাধ্যমকে ব্যবহারের বিরোধিতায় সরব হয়েছিল বিজেপি বিরোধী একাধিক রাজ্য। এমনকি জানুয়ারি মাসে নরেন্দ্র মোদির রাম মন্দির উদ্বোধনও দূরদর্শনে লাইভ সম্প্রচারিত হয়। এর আগে ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া করা হয়েছে, বন্দেভারত এক্সপ্রেসের নীল সাদা রং বদলে তাকে গেরুয়া করার কথা ২০২৩ সালে এই ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে কেন্দ্রের তরফে বাংলার বিভিন্ন হাসপাতালগুলোকে গেরুয়া রং করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু বাংলা বিরোধী জমিদারি রাজনীতির বিরুদ্ধে মাথা নত করেনি তৃণমূল সরকার। তাই আজ প্রাপ্য থেকে বঞ্চিত বাংলা।লোকসভা নির্বাচনের প্রাক্কালে এভাবে দূরদর্শনের মত জাতীয় সম্প্রচারকারী চ্যানেলের লোগোর রং গেরুয়া করে দেওয়ায় বিজেপি সরকারের তীব্র বিরোধিতায় সরব জাতীয় কংগ্রেস। মানুষের সমর্থন পাবে না এই আশঙ্কা করে, মানসিকভাবে প্রভাব খাটাতেই মোদি-শাহদের এই নির্লজ্জ গেরুয়া রাজনীতি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

 

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version