Wednesday, November 5, 2025

ছেলেকে বাঁচাতে বিজেপিতে বাংলার আরও একটা বড় গদ্দার! মিঠুনকে তুলোধনা মমতার

Date:

তিনি পাঠিয়েছিলেন রাজ্যসভায়। কিন্তু ছেলেকে বাঁচাতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার, ইসলামপুরের জনসভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে তুলোধনা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তোপ দেগে মমতা বলেন, “ওকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। ও এত বড় গদ্দার আমি জানতাম না।”

এদিনের সভামঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীকে তীব্র নিশানা করেন মমতা। মিঠুনকে বাংলার আরেক ‘গদ্দার’ বলে তোপ দেগে তৃণমূল সভানেত্রী বলেন, “এই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) রাজ্যসভার সাংসদ করেছিলাম। তখন জানতাম না ও বাংলার আরও একটা বড় গদ্দার।” মমতা জানান, ”আরএসএস অফিসে গিয়ে মাথা নীচু করে দিয়ে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল, বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার চলে গেল আরএসএস অফিসে। ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি।” তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”যাঁরা দো আঁশলা, যাঁদের আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।”

শুভেন্দু অধিকারীর পর এবার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ‘গদ্দার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির তারকা প্রচারক মিঠুন উত্তরে প্রচার শুরু করেছেন। এই নিয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো তীব্র খোঁচা দিয়ে বলেন, “ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ভোট করাতে।”




Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version