Wednesday, November 5, 2025

টি-২০ বিশ্বকাপে পন্থের জায়গা পাকা, গুজরাতের বিরুদ্ধে ম্যাচ দেখে মত প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ঋষভ পন্থের জায়গা পাকা, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্স ম্যাচের পর এমনটাই বললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। গতকাল গুজরাতের বিরুদ্ধে ম্যাচের সেরা হন পন্থ। ম্যাচে পন্থের দুটি ক্যাচ এবং একটি স্টাম্পিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

ম্যাচ শেষে ধারাভাষ্য দিতে গিয়ে কেভিন পিটারসেন বলেন, “দারুণ খেলছে পন্থ। ওর নড়াচড়া ভাল মতো দেখলাম আজ। ভারতীয় দল নিশ্চিত ভাবে ওকে দেখে উৎসাহ পাবে। আরও একটু ম্যাচ খেলা দরকার ওর। তার উপর পন্থ চোট সারিয়ে এসেছে। ওকে তো সময় দিতেই হবে। আশা করি আইপিএলের পরে ও বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। ১৪-১৫টা ম্যাচ খেললেই যথেষ্ট।”

এদিকে ম্যাচের সেরা হয়ে নিজের সাফল্যের রহস্য ফাঁস করেন পন্থ। পুরস্কার নিতে গিয়ে পন্থ বলেন, “ প্রত্যেক ম্যাচে নামার আগে আমার একটাই ভাবনা থাকে। নিজেকে যাতে আগের থেকে ভাল জায়গায় নিয়ে যেতে পারি। রিহ্যাবের সময় থেকেই এই ভাবনা মাথার মধ্যে ঘোরে। প্রত্যেক ম্যাচে যে প্রক্রিয়া অনুসরণ করি সেটা ভালই লাগছে। মাঠে নামাই অন্য রকম অনুভূতি।“

গতকাল গুজরাত টাইটান্সকে ৬ উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে ৮৯ রানে গুটিয়ে যায় শুভমন গিলের দল। সৌজন্যে মুকেশ কুমারের দুরন্ত বোলিং। জবাবে ব্যাট করতে সহযে জয় তুলে নেয় পন্থের দল।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version