মধ্যরাত থেকে মুহুর্মুহু বিস্ফোরণ, ইজরায়েলের মিসাইল হামলায় কেঁপে উঠল ইরান (Israel’s missile attack in Iran)। ইসাফাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরাক ও সিরিয়াতেও আঘাত হেনেছে ইজরায়েল। এয়ারস্ট্রাইকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।এই হামলার (Iran-Israel Conflict) পরই ইরানের এয়ারস্পেস দিয়ে যাওয়া একাধিক বিমানের রুট পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই ইরানের মিসাইল হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইজরায়েল। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েল এয়ারস্ট্রাইক চাসানোর পরই ইরান পাল্টা উত্তর দেওয়ার হুঁশিয়ারি বলেছিল।সেই মতোই গত সপ্তাহে ইজরায়েলের উপরে ২০০ মিসাইল দিয়ে হামলা করে ইরান। এবার জবাব দিল ইজরায়েলও। ইসাফাহান শহরেই একাধিক পরমাণু কেন্দ্র রয়েছে, তাই এই শহরকেই ইজরায়েল সেনা টার্গেট করেছে বলে মনে করা হচ্ছে। ইরানের এলিট মিলিটারি ফোর্স ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের তরফে সব বেস ক্যাম্পে সতর্কতা জারি করা হয়েছে।
