Saturday, January 10, 2026

পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করছেন রাজ্যপাল!ভোটের সকালে অভিযোগ কুণালের

Date:

Share post:

আজ দেশজুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। এ রাজ্যের তিন কেন্দ্রেও সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। কোচবিহারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহণ।

এদিকে এদিন সকাল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল। এদিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে তৃণমূল বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল।”

রাজ্যপালকে নিয়ে কুণালের আরও অভিযোগ, “তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনও ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি ভোট আসনগুলিতে সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তৃণমূল প্রতিবাদ করায়। তাই রাজভবনকেই অপব্যবহার করছেন ভোট চলাকালীন।”

প্রসঙ্গত, আজ, প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ ছিল, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল, যা মোটেই কাম্য নয়। তাই এনিয়ে কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তৃণমূল নেতারা। আর তাঁর সফর ঘিরে এ ধরনের রাজনৈতিক রং লাগতেই সফর বাতিল করে দিলেন সিভি আনন্দ বোস। তিনি জানান, রাজভবনের ‘পিসরুম’ থেকেই তিনি সামগ্রিকভাবে ভোট পরিস্থিতির দিকে নজর রাখবেন। এদিন তারই বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, “পিস রুম”র নামে আসলে পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন রাজ্যপাল।

অন্যদিকে, আজ শুক্রবার প্রথম দফা ভোট শুরু হওয়ার আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, অবাধ, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় তাঁর এই পুজো। রাজ্যপালের কথায়, “আমি বাংলার মানুষের জন্য মঙ্গল কামনা করেছি। অবাধ, শান্তিপূর্ণ ভোট হোক।”

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...