Tuesday, May 20, 2025

পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করছেন রাজ্যপাল!ভোটের সকালে অভিযোগ কুণালের

Date:

Share post:

আজ দেশজুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। এ রাজ্যের তিন কেন্দ্রেও সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। কোচবিহারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহণ।

এদিকে এদিন সকাল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল। এদিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে তৃণমূল বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল।”

রাজ্যপালকে নিয়ে কুণালের আরও অভিযোগ, “তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনও ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি ভোট আসনগুলিতে সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তৃণমূল প্রতিবাদ করায়। তাই রাজভবনকেই অপব্যবহার করছেন ভোট চলাকালীন।”

প্রসঙ্গত, আজ, প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ ছিল, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল, যা মোটেই কাম্য নয়। তাই এনিয়ে কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তৃণমূল নেতারা। আর তাঁর সফর ঘিরে এ ধরনের রাজনৈতিক রং লাগতেই সফর বাতিল করে দিলেন সিভি আনন্দ বোস। তিনি জানান, রাজভবনের ‘পিসরুম’ থেকেই তিনি সামগ্রিকভাবে ভোট পরিস্থিতির দিকে নজর রাখবেন। এদিন তারই বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, “পিস রুম”র নামে আসলে পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন রাজ্যপাল।

অন্যদিকে, আজ শুক্রবার প্রথম দফা ভোট শুরু হওয়ার আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, অবাধ, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় তাঁর এই পুজো। রাজ্যপালের কথায়, “আমি বাংলার মানুষের জন্য মঙ্গল কামনা করেছি। অবাধ, শান্তিপূর্ণ ভোট হোক।”

 

spot_img

Related articles

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ‘বাংলার বাড়ি’-র দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু

কথা দিয়ে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দেন, সব পালন...

প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ের আগেই মুম্বই শিবিরে জনি বেয়ারস্টো

প্লেঅফের আগে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) শিবিরে তিন বদল। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) এবার দলে তুলে নিল...

জম্মু ও কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন: তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

পাক হামলায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এলাকা পরিদর্শন করে স্থানীয়দের...

সাঁতরাগাছি স্টেশনে সিগন্যাল বিভ্রাট, হাওড়া স্টেশনে আটকে কয়েক হাজার যাত্রী

পরিষেবার নামের ছেলেখেলা দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern railway)। সিগন্যাল বিভ্রাটের জেরে ফের সমস্যায় যাত্রীরা। এবার সাঁতরাগাছি স্টেশনে (Santragachi...