Monday, November 3, 2025

ভোট শুরু হতেই বিজেপির ‘গুণ্ডাগিরি’! কোচবিহার থেকে কমিশনে রেকর্ড অভিযোগ

Date:

Share post:

শুক্রবার সারা দেশের পাশাপাশি বাংলার ৩ কেন্দ্রে শুরু হয়েছে ভোটাভুটি। এদিন তীব্র গরমকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকেই উত্তরবঙ্গের (North Bengal) একাধিক কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। তবে এদিন বেলা যত গড়িয়েছে বিজেপির (BJP) গুণ্ডাগিরিতে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক প্রান্ত। একদিকে যেমন তৃণমূল কর্মীদের (TMC) মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে, তেমনই গায়ের জোরে ভোটারদের রীতিমতো ভয় দেখিয়ে বুথ জ্যামের মতো অভিযোগও সামনে এসেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৩৮৩ অভিযোগ (Complaints) জমা পড়েছে বলে খবর। ইতিমধ্যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কমিশনের (Election commission)।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। ইতিমধ্যে উত্তরবঙ্গের ওই জেলা থেকেই কমিশনের কাছে ১৭২ অভিযোগ জমা পড়েছে বলে খবর। বৃহস্পতিবার রাত থেকেই সেখানে গেরুয়া বাহিনীর গুণ্ডাগিরিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। বৃহস্পতিবার রাত পেরিয়ে সকাল গড়িয়ে ভোটাভুটি শুরু হতেই সকাল থেকে একাধিক বুথে রীতিমতো ‘দাদাগিরি’ বিজেপি কর্মী, সমর্থকদের। যদিও প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোরকম অশান্তির খবর এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দল। রেয়াত করা হবে না কাউকেই। যদিও এদিন অশান্ত কোচবিহারে সকাল থেকেই রাস্তায় নেমে একাধিক জায়গা ঘুরে ঘুরে অশান্তির আঁচ প্রশমনের চেষ্টায় তৃণমূল নেতা, কর্মীরা। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন আলিপুরদুয়ার থেকে ১৩৫ অভিযোগ এবং জলপাইগুড়ি থেকে এসেছে ৭৬টি অভিযোগ জমা পড়েছে। তবে এদিন লোকসভা নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই দুপুর ১টা পর্যন্ত মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়ার ঘটনা রীতিমতো রেকর্ড বলে। এছাড়াও আলিপুরদুয়ারের সোনারপুর বি এফ পি স্কুলে বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি জোর করে তৃণমূল কর্মীদের মেরে মাথা ফাটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, শীতলকুচির ময়নাতলিতে দুজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। সামনে এসেছে এজেন্টদের বুথে না বসতে দেওয়ার অভিযোগও।

অন্যদিকে, কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১টা পর্যন্ত, কোচবিহারে ভোট পড়েছে ৫০.৬৯শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫০.৬৫ শতাংশ। ইতিমধ্যে কোচবিহার নিয়ে জানতে চেয়ে সিইও-র দফতরে ফোন দিল্লির নির্বাচন কমিশনের। তবে কমিশন জানিয়েছে, এদিন রাজনৈতিক দলগুলি মোট ২৮টি অভিযোগ জানিয়েছে। যার মধ্যে তৃণমূল ৯, বিজেপি ৯ এবং সিপিএম ১টি অভিযোগ জমা করেছে।

 

 

 

 

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...