Friday, November 7, 2025

শুক্রবার থেকে দেশজুড়ে শুরু ১৮ তম লোকসভা নির্বাচন (Loksabha Election)। সকাল থেকেই দেশের ১০২ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। আর দেশে গণতন্ত্রের উৎসব শুরু হতেই গুগলও (Google) সেজে উঠল নতুন সাজে। শুক্রবার সকালেই বদলে যায় গুগুলের চেহারা। একেবারে লোকসভা নির্বাচনে (Loksabha Election) নিজেদের আলাদাভাবে তুলে ধরে ভোটযুদ্ধে রাজনৈতিক দলগুলির পাশাপাশি ময়দানে নেমে পড়েছে তারাও। এদিন গুগলের হোম পেজ বা ডুডলে সার্চ করে দেশের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের আপডেট (Updates) তুলে ধরছে গুগল। এদিন আঙুলে কালি লাগানো ভোটদানের মুহূর্তের ছবিতেই সেজে উঠেছে তারা।

মূলত, শুক্রবার দেশের ১৭ রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২ আসনে ভোটাভুটি চলছে। তালিকায় একদিকে যেমন আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। তেমনই রাজ্যের ৩ আসনের পাশাপাশি এদিন অরুণাচল প্রদেশের ২, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, মহারাষ্ট্রের ৫, মণিপুরের ১, মেঘালয়ের ২ আসনে ভোটাভুটি চলছে। পাশাপাশি মিজোরামের ১, নাগাল্যান্ডের ১, রাজস্থানের ১২, সিকিমের ১, তামিলনাড়ুর ৩৯, ত্রিপুরার ১, উত্তরপ্রদেশ ৮, মধ্যপ্রদেশ ৫, উত্তরাখণ্ডের ৫, আন্দামান ও নিকোবরে ১, জম্মু ও কাশ্মীরের ১, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির একটি করে আসনে সকাল থেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। পাশাপাশি বাংলার ৩ আসনে সকাল থেকেই তীব্র গরমকে উপেক্ষা করেই গণতন্ত্রের উৎসবে সামিল রাজ্যবাসী।

আর গণতন্ত্রের উৎসব শুরু হতেই শুক্রবার সকাল সকাল নিজেদের একেবারে নয়া রূপে তুলে ধরল গুগল। যদিও এই বিশেষ ডুডলের ডিজাইন কে করেছেন তা এখনও জানা যায়নি। তবে আজ সারাদিনই গুগলের হোম পেজে জ্বলজ্বল করছে নতুন ডুডল।

 

Related articles

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড...

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...
Exit mobile version