প্রথম দফার ভোটে অশান্ত মনিপুর, গুলি চললো বুথে

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উত্তেজনা ছড়ালো মনিপুরে (Manipur)। শুক্রবার সকালে ভোট চলাকালীন পূর্ব ইম্ফলের একটি বুথে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও কোথা থেকে গুলি চলেছে সেই উৎস সম্পর্কে পুলিশ এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ব্যাখ্যা দিতে পারেনি। তবে গুলি চলার বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে (Social media)ভাইরাল হয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বের এই রাজ্যে দু দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফা থেকেই উত্তেজনা ছড়িয়েছে মনিপুরে। এদিন দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব চলছে। বাংলায় ভোটদানের হার সব থেকে বেশি। উত্তরবঙ্গের কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে মোটের উপর বাংলা তথা দেশের ভোট গ্রহণ আপাতত শান্তিপূর্ণ হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর।

 

Previous articleশাহকে তোপ দেগে বাংলার মানুষ কেন তৃণমূলকে ভোট দিচ্ছে কারণ দর্শালেন কুণাল
Next articleব্যাট হাতে অভ্যর্থনা বহরমপুরের যুবকদের! ইউসুফ বাংলায় বললেন “ভালো থাকুন”!