Wednesday, August 27, 2025

আজ থেকে শুরু হচ্ছে আইএসএল-এর প্লে-অফের ম্যাচ। মুম্বই সিটি এফসি ম্যাচের মতো আইএসএল সেমিফাইনালেও যুবভারতীর জনগর্জন অস্ত্র হতে যাচ্ছে মোহনবাগানের। ২৮ এপ্রিল সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচ যুবভারতীতে খেলবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। আজ শুক্রবার প্রথম নক আউটে ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে হাবাসের দল। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিমিত্রি পেত্রাতোসদের।

জানা যাচ্ছা, ২৮ এপ্রিল ফিরতি পর্বের হোম ম্যাচের জন্য ৬২ হাজার টিকিট ছেপেছে মোহনবাগান। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা যাচ্ছে, দুপুর দেড়টার মধ্যেই ৮ হাজার টিকিট বুকিং হয়ে যায়। সেমিফাইনালের হোম ম্যাচই ঠিক করে দেবে আইএসএল খেতাব ধরে রাখতে ৪ মে ফাইনাল খেলার ছাড়পত্র দিমিত্রি, লিস্টন কোলাসোরা পাবেন কি না। সুষ্ঠু টিকিট বণ্টন ব্যবস্থা যেভাবে মুম্বই ম্যাচে করা হয়েছিল, সেমিফাইনালেও তেমনটা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ২২ এপ্রিল থেকে ২৮ তারিখ ম্যাচের দিন পর্যন্ত অফলাইন টিকিট মোহনবাগান মাঠ এবং যুবভারতী থেকে পাওয়া যাবে সভ্য-সমর্থকদের জন্য। মুম্বই ম্যাচের মতো কম দামের টিকিটই রাখা হয়েছে। ন্যূনতম টিকিটের দাম ৫০ ও ১০০ টাকা।

লিগ-শিল্ড জয়ের পর তিনদিনের ছুটি কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করবে মোহনবাগান। লিস্টন, শুভাশিসদের মতো যাঁরা ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তাঁদের বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছনোর কথা। প্রথম দিন থেকেই দেশি-বিদেশি সব ফুটবলারকে নিয়েই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ হাবাস। সাহাল আব্দুল সামাদের ফিটনেসও পরীক্ষা করা হবে। তাঁকে সেমিফাইনালে খেলাতে চায় দল। আগামী মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ ওড়িশা না কেরল, তা জানার জন্য অনুশীলন সেরে হোটেলে ফিরে টিভির সামনে বসবেন মোহনবাগান কোচ, ফুটবলাররা। তারপর শেষ চারের প্রতিপক্ষ নিয়ে অঙ্ক কষা শুরু করবেন সবুজ-মেরুনের স্প্যানিশ বস।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version