Wednesday, August 20, 2025

উত্তরপ্রদেশের একাধিক লোকসভায় বিজেপির হুমকি! কমিশনে অভিযোগ সপা-র

Date:

কোথাও বিজেপি কর্মীরা সরাসরি ভোটারদের বাধা দিয়েছেন। কোথাও প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটার বা বিরোধী এজেন্টদের (polling agent) উপর চাপ প্রয়োগ করার অভিযোগ সকাল থেকে ব্যস্ত থাকল উত্তরপ্রদেশের নির্বাচন। সমাজবাদী পার্টির (Samajwadi Party) পক্ষ থেকে ভোটার লিস্টে (voter list) বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া থেকে বুথ থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সকাল থেকে। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও।

সমাজবাদী পার্টির অভিযোগ কৈরানা, মুরাদাবাদ, রামপুর লোকসভা কেন্দ্রের একাধিক বুথে সাধারণ ভোটারদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মুরাদাবাদ নগর শহরের বুথেও সমাজবাদী পার্টির সমর্থকদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। কৈরানা লোকসভা কেন্দ্রে মহিলা ভোটারকে প্রশাসনের হাতে নিগ্রহের অভিযোগ ওঠে। বুথের বাইরে এসে অভিযোগ জানান সংখ্যালঘু মহিলা ভোটার। সাহারাণপুর কেন্দ্রে বিজেপির মারে সমাজবাদী পার্টির এজেন্ট বুথের (booth) বাইরে বেরিয়ে আসতে বাধ্য হন বলে অভিযোগ করা হয়।

তবে মারাত্মক অভিযোগ ওঠে রামপুরে। সেখানে পুলিশ সমাজবাদী পার্টির এজেন্টকে বের করে দেন বিনা কারণে এমন অভিযোগ তোলেন দলের নেতৃত্ব। মুজফফরনগর কেন্দ্রে বুথ ক্যাপচারিংয়ের অভিযোগ জানিয়ে কমিশনে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির প্রার্থী হরেন্দ্র সিং মালিক। রামপুর ও মুজফফরনগরে বেশ কিছু বুথে ইভিএম খারাপ হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে ভোটদানে অনেকটাই সময় নষ্ট হওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা।

 

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version