ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছনোর আগেই নদীর জলে ডুবে

নষ্ট হল ইভিএম। ঘটনাটি অসমের লখিমপুর লোকসভা কেন্দ্রে। গতকাল, শুক্রবার চলছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। সেখানেই অমরপুর এলাকার একটি বুথে ইভিএমে কিছু সমস্যা দেখা দেয়। দ্রুত সেই ইভিএম মেশিন পাল্টাতে বিকল্প মেশিন পাঠানোর ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশনের তরফে। কিন্তু একটি নৌকায় করে ইভিএম বোধাই গাড়ি নদী পার করার সময়ই বাধে বিপত্তি।

জানা গিয়েছে, আচমকা স্রোত ও জলস্তর বাড়ায় গাড়ি সমেত ডুবে যায় নৌকাটি। কোনওরকমে লাফ গিয়ে বাঁচেন গাড়ির চালক ও নির্বাচনী আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। গাড়ি সমেত নৌকাটি টেনে বের করা হয়। যদিও জল ঢুকে ততক্ষণে নষ্ট হয়ে যায় গাড়িতে থাকা সমস্ত ইভিএম।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

 

Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম
Next articleকতটা ফিট শামি? জানালেন নিজেই