Saturday, August 23, 2025

আগামিকাল আইপিএল-এর ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চলতি আইপিএল ফ্যাফ ডুপ্লেসির দল নিজেদের মেলে ধরতে না পারলেও, আইপিএল-এ দুরন্ত ফর্মে ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএলে রানের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। দল খারাপ খেললেও বিরাটের ব্যাট কথা বলছে। তাই বিরাটকে নিয়ে যে কেকেআরের আলাদা পরিকল্পনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতার যে বিরাটকে নিয়ে রয়েছে তা ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন কেকেআরের পেসার বৈভব অরোরা ।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে বৈভব বলেন, “ প্রত্যেক ক্রিকেটারের জন্য আমরা আলাদা পরিকল্পনা করেছি। কোহলি খুব ভাল ফর্মে আছে। ওর জন্য বিশেষ করে পরিকল্পনা করা হয়েছে। বেশিক্ষণ কোহলি ক্রিজে থাকলে বিপদ। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আউট করতে হবে। ওর শক্তি, দুর্বলতা নিয়ে আমাদের কথা হয়েছে। কোথায় বল করলে কোহলিকে আউট করা যাবে সেটা আমরা জানি। রবিবার সেটা করারই চেষ্টা করব আমরা।”

এদিকে রবিবার ম্যাচের আগে গরম ভাবাচ্ছে কলকাতাকে। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলছে।এই পরিস্থিতিতে রবিবার দুপুরে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গরম নিয়ে প্রশ্ন করতেই বৈভব বলেন, “ মারাত্মক গরম পড়েছে। আগের রবিবারও আমরা লখনৌর বিরুদ্ধে দুপুরে খেলেছিলাম। এই রবিবারও দুপুরে খেলা। মাঝে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সন্ধ্যার ম্যাচে খেললেও গরম কম ছিল না। পাশাপাশি আর্দ্রতাও খুব বেশি। সেই কারণে প্রচণ্ড ঘাম হচ্ছে। খুব ক্লান্তি লাগছে। কিন্তু এতে তো আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। যে আবহাওয়া হোক না কেন আমাদের খেলতে হবে। এই পরিস্থিতিতে খেলা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।“

আরও পড়ুন- বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে রিঙ্কুকে নিয়ে নির্বাচকদের বিরাট বার্তা দিলেন সঞ্জয় মঞ্জয়কর

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version