Monday, May 19, 2025

বন্ধ ঝামেলা, এখন শুধুই বন্ধু, কলকাতা-আরসিবি ম্যাচের আগে অন্য মেজাজে বিরাট-গম্ভীর

Date:

আগামিকাল ইডেন্স গার্ডেন্সে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যেঙ্গালুরু। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। একতো ম্যাচ , আর অন্যটি হল বিরাট কোহলি-গৌতম গম্ভীর দ্বৈরথ। কারণ এই দুই মহারথীর ঝামেলা ছিলো গত মরশুমে ছিলো সংবাদ শিরোনামে। যদিও চলতি আইপিএলে অন্য ছবি দেখা যায় । চিন্নাস্বামীতে বেঙ্গালুরু আর কলকাতার ম্যাচে একে-অপরকে জড়িয়ে ধরেছিলেন দুই যুযুধান তারকা।আর এবার ইডেনেও দেখা গেল একই দৃশ্য। রবিবার ফিরতি ম্যাচের আগে বিরাট আর গম্ভীরকে দেখা গেল দীর্ঘসময় ধরে আলোচনা করতে। যেই ছবি পোস্ট করে কলকাতাও। ছবি পোস্ট করা আরসিবির তরফ থেকেও।

এদিন বিরাট-গম্ভীরের সেই ভিডিও পোস্ট করে কেকেআর । সঙ্গে রূপম ইসলামের গান ‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না’ গানের অংশও জুড়ে দেওয়া হয়েছে। বোঝানো হয়েছে, কোহলি এবং গম্ভীর এখন আর শত্রু নন, বন্ধু। আরসিবি সেই ছবি পোস্ট করে লিখেছে, “দিল্লির দুই ছেলের আলোচনার কিছু মুহূর্ত।

শুক্রবার ইডেন গার্ডেন্সে একই সময়ে অনুশীলন ছিল কলকাতা এবং বেঙ্গালুরুর। সেই অনুশীলনে ছিলেন বিরাট। অনুশীলনে আসার পরেই গম্ভীরকে দেখতে পান। তারপর একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুজনে। কোহলিকে হাত নেড়ে বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছে। কী কথা হয়েছে তা বোঝা না গেলেও, মনে করা হচ্ছে নিজের খেলার ধরনের কোনও একটি বিষয় গম্ভীরকে বোঝাচ্ছিলেন কোহলি।

আরও পড়ুন- রবিবার কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা কেকেআরের

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version