আরও এক বছর লাল-হলুদে ক্লেটন : সূত্র

এবার লাল-হলুদ জার্সি গায়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ক্লেটন।

এই মরশুম শেষ। এবার লক্ষ্য আগামী মরশুম। আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে লাল-হলুদ। ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো এবং হিজাজি মাহেরের সঙ্গে নতুন চুক্তি করে তাঁদের আগামী মরশুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ইস্টবেঙ্গল। সেই মতো সবার আগে ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটনের সঙ্গে আরও এক বছরের চুক্তি করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এবার লাল-হলুদ জার্সি গায়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ক্লেটন। কিন্তু দলের অধিনায়ক হিসেবে তাঁর দায়বদ্ধতা এবং মাঠে নিজের সেরাটা তুলে ধরার তাগিদে দারুণ খুশি কোচ কার্লোস কুয়াদ্রাত এবং টিম ম্যানেজমেন্ট। কোচের পরামর্শ মেনেই ক্লেটনকে আরও এক মরশুম রেখে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবের। নতুন চুক্তিপত্রে সই করে দেশে ফিরে গিয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। নতুন মরশুম শুরুর আগে প্রি-সিজনে যোগ দিতে শহরে ফিরবেন ক্লেটন। ইস্টবেঙ্গলের প্রি-সিজন দেশে না বিদেশে হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন- রোহিতের কথায় নড়েচড়ে বসল বিসিসিআই, বদল আসতে পারে নিয়মে