Thursday, August 21, 2025

সময় যত গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা (Temperature)! চাঁদিফাটা গরমে দুপুরে বাড়ির বাইরে পা রাখাই এখন বড়সড় চ্যালেঞ্জ (Challenge) হয়ে দাঁড়াচ্ছে। তবে দুপুর গড়িয়ে সন্ধ্যে নামলে গরমের (Summer) তীব্রতা কিছুটা কমলেও অস্বস্তি থেকে একেবারেই মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। কলকাতা (Kolkata)-সহ রাজ্যের একাধিক জেলার মতো জঙ্গলমহলেও (Jungle Mahal) লাফিয়ে বেড়েছে তাপপ্রবাহ (Heatwave)। এদিকে ইতিমধ্যে সমস্ত রেকর্ড অতিক্রম করে রীতিমতো লাল চোখ দেখাতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার শালবনীর গোয়ালতোড় এলাকা। ইতিমধ্যে, ৪৭ ডিগ্রি পেরিয়েছে সেখানকার তাপমাত্রা।

চলতি মরশুমে রেকর্ড গরম পড়বে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস মিলিয়ে এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম আর তাপপ্রবাহে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তরফে সাফ জানানো হয়েছে, এদিন বেলা ১ টা নাগাদ সেখানকার তাপমাত্রা ছিল ৪৬.৮৬ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত কয়েক মরশুমের মধ্যে সর্বোচ্চ! তবে শুধুই তাপপ্রবাহ বললে ভুল হবে, সঙ্গে বইছে লু।

তবে গত কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। এই পরিস্থিতিতে বৃষ্টি কবে হবে তা আবহাওয়াবিদরা সঠিক করে বলতে পারছেন না। তবে আগামী দু-তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version