Thursday, November 6, 2025

দ্বিতীয় দফার ভোটের আগে আচমকাই অসুস্থ রাহুল! বাতিল একাধিক কর্মসূচি

Date:

আচমকাই অসুস্থ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)! লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফা মিটতে না মিটতেই আচমকা এমন খবরে বেশ বেকায়দায় হাত শিবির (Congress)। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এক্স হ্যান্ডেলে জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল। আর সেকারণে এই মুহূর্তে তাঁর দিল্লি থেকে বেরনো একেবারেই অসম্ভব। তবে সোনিয়া তনয়ের ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

রবিবারই রাঁচিতে INDIA জোটের মহামহাসমাবেশে বক্তব্য রাখার কথা ছিল রাহুলের। কিন্তু আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। পরিবর্তে INDIA জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। পাশাপাশি আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার সভাতেও অংশ নিতে পারবেন না বলেই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই বিরোধী জোটকে আরও শক্তিশালী করতেই রবিরার রাঁচিতে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত থাকার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে। কিন্তু এরই মাঝে আচমকা রাহুলের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কংগ্রেস সাংসদের সুস্থতা কামনা করেছেন অনেকেই।

Related articles

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...
Exit mobile version