Sunday, November 9, 2025

দ্বিতীয় দফার ভোটের আগে আচমকাই অসুস্থ রাহুল! বাতিল একাধিক কর্মসূচি

Date:

আচমকাই অসুস্থ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)! লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফা মিটতে না মিটতেই আচমকা এমন খবরে বেশ বেকায়দায় হাত শিবির (Congress)। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এক্স হ্যান্ডেলে জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল। আর সেকারণে এই মুহূর্তে তাঁর দিল্লি থেকে বেরনো একেবারেই অসম্ভব। তবে সোনিয়া তনয়ের ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

রবিবারই রাঁচিতে INDIA জোটের মহামহাসমাবেশে বক্তব্য রাখার কথা ছিল রাহুলের। কিন্তু আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। পরিবর্তে INDIA জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। পাশাপাশি আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার সভাতেও অংশ নিতে পারবেন না বলেই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই বিরোধী জোটকে আরও শক্তিশালী করতেই রবিরার রাঁচিতে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত থাকার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে। কিন্তু এরই মাঝে আচমকা রাহুলের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কংগ্রেস সাংসদের সুস্থতা কামনা করেছেন অনেকেই।

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version