Thursday, August 21, 2025

আচমকাই অসুস্থ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)! লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফা মিটতে না মিটতেই আচমকা এমন খবরে বেশ বেকায়দায় হাত শিবির (Congress)। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এক্স হ্যান্ডেলে জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল। আর সেকারণে এই মুহূর্তে তাঁর দিল্লি থেকে বেরনো একেবারেই অসম্ভব। তবে সোনিয়া তনয়ের ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

রবিবারই রাঁচিতে INDIA জোটের মহামহাসমাবেশে বক্তব্য রাখার কথা ছিল রাহুলের। কিন্তু আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। পরিবর্তে INDIA জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। পাশাপাশি আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার সভাতেও অংশ নিতে পারবেন না বলেই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই বিরোধী জোটকে আরও শক্তিশালী করতেই রবিরার রাঁচিতে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত থাকার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে। কিন্তু এরই মাঝে আচমকা রাহুলের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কংগ্রেস সাংসদের সুস্থতা কামনা করেছেন অনেকেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version