Saturday, November 8, 2025

সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বাগানের সামনে ওড়িশা, কৃষ্ণা-মরিসিওদের থামানোর মহড়া শুরু হাবাসের

Date:

Share post:

মঙ্গলবার আইএসএল-এর সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। সেমিফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে মোহনবাগানের সামনে। সবুজ-মেরুনের প্রাক্তনী ফিজির গোলমেশিন রয় কৃষ্ণা বাগানের পথের কাঁটা হতে পারেন। শুধু কৃষ্ণাই নন, তাঁর দোসর হিসেবে রয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার দিয়েগো মরিসিও। আর তাই বাগানের অনুশীলনে ওড়িশার আক্রমণভাগের জোড়া ফলাকে আটকানোর মহড়ায় ব্যস্ত থাকতে দেখা যায় মোহনবাগানের রক্ষণভাগের ফুটবলারদের।

চিকিৎসকদের পরামর্শে শুক্রবার বিশ্রাম নেওয়ায় অনুশীলনে আসেননি মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে শনিবার স্প্যানিশ কোচ দলের অনুশীলনে যোগ দেন। সহকারী ম্যানুয়েল পেরেজকে সঙ্গে নিয়ে ওড়িশা বধের নীল নকশা তৈরি করে প্রস্তুতি সারেন। আক্রমণভাগের ফুটবলারদের বিরুদ্ধে হেক্টর ইয়ুস্তে, আনোয়ার আলি, আশিস রাইদের ব্যবহার করে রক্ষণ সংগঠনে যেমন নজর দেওয়া হয়, তেমনই রক্ষণ ভেঙে অনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংদের গোলের লকগেট খোলার মহড়াও চলে।

মঙ্গলবার ওড়িশার বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে চলতি আইএসএলে একবারও জিততে পারেনি মোহনবাগান। দু’বারের সাক্ষাৎ অমীমাংসিতভাবে শেষ হয়। তাই কঠিন পরীক্ষার আগে সাবধানী সবুজ-মেরুন ব্রিগেড। সাহাল আব্দুল সামাদকে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। শনিবার অবশ্য দলের সঙ্গে কিছুটা সময় অনুশীলন করেছেন সাহাল। বাকি সময়টা ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছেন। সূত্রের খবর, সাহালকে ভুবনেশ্বরে টিমের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট।

এদিকে, হাবাস প্র্যাকটিসে যোগ দিলেও শারীরিকভাবে এখনও দুর্বল থাকায় তিনি ভুবনেশ্বরে যেতে পারবেন কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। সোমবার সেমিফাইনালের প্রথম লেগ খেলতে ভুবনেশ্বর যাবে মোহনবাগান।

আরও পড়ুন- ‘এখনই অবসর নয়, লক্ষ্য এখন টি-২০ বিশ্বকাপ’, কলকাতার বিরুদ্ধে নামার আগে জানিয়ে দিলেন ডিকে

 

spot_img

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...