Thursday, November 13, 2025

রাজ্যে সিপিএম-কংগ্রেস ‘ভোট কাটুয়া’! বিজেপির সুবিধা করছে: বিস্ফোরক মমতা

Date:

বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তৃণমূল (TMC)। আগেই সে কথা স্পষ্ট করে দিয়েছিলেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। রবিবার বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচারসভা থেকে বাংলায় সিপিএম-কংগ্রেসের (CPIM-CONGRESS) জোটকে ধুয়ে দিলেন তিনি। একই সঙ্গে জানালেন, ভোট ভাগাভাগিতে সুবিধে হবে বিজেপিরই (BJP)। সিপিএম নিজেই ফ্রন্ট-সঙ্গী ফরওয়ার্ড ব্লককে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “বাংলায় সব জোটুবাবুরা তৈরি হয়েছে ৷ বিজেপির বিরুদ্ধে সবসময় একটাই পার্টি লড়ছে তৃণমূল৷ সিপিএম ও কংগ্রেস (CPIM-CONGRESS) নিজেরাই নিজেদের কাছে বরেণ্য৷ মানুষ তাঁদের বিশ্বাস করে না।”

বাংলায় কোনও জোট নেই, এদিন সভামঞ্চ থেকে ফের স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সভানেত্রী। তিনি প্রশ্ন তোলেন, “১০০দিনের টাকা নিয়ে কংগ্রেস বা সিপিএম একবারও মুখ খুলেছে? শুধু মমতাকে গালাগালি দিলে চলবে? জোট আমি তৈরি করেছিলাম। ভবিষ্যতে আমিই কেন্দ্রে জোটকে নেতৃত্ব দেব৷ তবে আমি বাংলার সিপিএম ও কংগ্রেসকে বিশ্বাস করি না৷ এটা বিজেপির প্ল্যান৷ সিপিএম ও কংগ্রেস ভোট কাটুয়া৷ যাতে তৃণমূলের ভোট কমে৷ কারণ ওরা জানে সংসদে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে সরব হয় ৷”

বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, “জলপাইগুড়িতে সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলছে ফরওয়ার্ড ব্লককে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিন। কংগ্রেস ভোট ভাগ করার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। ভোট ভাগাভাগি হলে সুবিধে হবে বিজেপির। তাদের সুবিধে করতে দেবেন না। বাংলায় একটাও বুথ দখল করতে দেব না। বাংলায় সিপিএম, কংগ্রেসকে একটা ভোটও নয়।”

সতর্ক করে তৃণমূল সভানেত্রী বলেন, “মানুষের আর কোনও ক্ষমতা থাকবে না, স্বাধীনতা থাকবে না এরা ক্ষমতায় এলে। এই নির্বাচনকে গুরুত্ব দিন। বিজেপির আসন কমলে দিল্লি থেকে বিজেপি বিদায় নেবে।’’

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version