Sunday, November 9, 2025

‘সেই গাউনটা আজও রেখে দিয়েছি’, কুমারগঞ্জে স্মৃতিতে ভাসলেন মুখ্যমন্ত্রী

Date:

দলীয় প্রার্থীর সমর্থনে কুমারগঞ্জের সভায় স্মৃতির সাগরে ডুব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার প্রচারে প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার দক্ষিণ দিনাজপুরের সভামঞ্চে যুব বয়সের রাজনীতির স্মৃতি উস্কে আবেগে ভাসলেন নেত্রী। এদিন মঞ্চে উপস্থিত কুমারগঞ্জে গুলিতে নিহত একসময়ের রাজনৈতিক সতীর্থ পার্থ সিংহরায়ের মাকে বুকে জড়িয়ে ধরেন তিনি, কৃতজ্ঞতা জানান।

 

নেত্রী বলেন, আজ কুমারগঞ্জের সভায় এসে আমার সঙ্গে দেখা করেছেন পার্থ সিংহরায়ের মা। তাঁর সঙ্গে দেখা করে কথা বলে অনেক পুরনো স্মৃতি মনে পরে গেল। আইনজীবীর ভূমিকায় আদালতে লড়াই করে কীভাবে পার্থ সিংহরায়ের হত্যায় ধৃত কুমারগঞ্জের শতাধিক যুবকের জেলমুক্তির মূল কাণ্ডারি হয়ে উঠেছিলেন নেত্রী, সেই কাহিনীই শোনালেন এদিন। স্মৃতি উস্কে নেত্রী বলেন, তখন যুব রাজনীতি করতাম। সেইসময় কুমারগঞ্জে গুলি চলল, পার্থ সিংহরায় মারা গেল। এখানকার সব ছেলেমেয়েদের জেলে পুরে দেওয়া হল। বালুরঘাটে সেদিন বনধ ছিল। আমি সেদিন রাতেই বালুরঘাটে আসতে আসতে বিপ্লবদাকে জিজ্ঞেস করেছিলাম, এখানে সবচেয়ে সিনিয়র অ্যাডভোকেট কে আছে? তখন রাত সাড়ে দশটা-এগারোটা বাজে। বিপ্লবদা বলল, শঙ্কর চক্রবর্তী। আমি বললাম, চলুন তাঁর বাড়ি যাওয়া যাক। একজন সিনিয়র আইনজীবী তো দরকার, নাহলে ছাত্র-ছাত্রীগুলো মুক্তি পাবে কীভাবে? কিন্তু রাত তখন ১১টা বাজে। আমি তখন বললাম, পাঁচিল টপকান। আবার পাঁচিল টপকালে যদি চোর-ডাকাত ভাবে? শেষপর্যন্ত পাঁচিল টপকে শঙ্করদার বাড়িতে ঢুকে তাঁকে রাজি করালাম। পরেরদিন বালুরঘাটের আর এক আইনজীবী শুভাষ চাকিকে বললাম, আমাকে একটা গাউন দাও। আমি নিজে আইনজীবী, কিন্তু গাউন তো আমি নিয়ে ঘুরি না। ও আমাকে একটা গাউন এনে দিল। সেদিন পুরো আদালত বন্ধ করে রেখে দিয়েছিল বিজেপি। এদিকে ছাত্র-ছাত্রীগুলো যে জেলে পচছে সেদিকে ওঁদের কোনও হুঁশ নেই। তখন জোর করে গেট খুলিয়ে ভিতরে ঢুকে আমরা বালুরঘাটের সমস্ত আইনজীবীরা মিলে একসঙ্গে সব ছাত্র-ছাত্রীদের মুক্তি দিই। আমি সেদিনটা কোনওদিন ভুলব না। আমি সেই গাউনটা আজও যত্ন করে রেখে দিয়েছি।

আরও পড়ুন- রাজস্থানের জনসভা থেকে সোনিয়ার সাংসদ পদ নিয়ে প্রশ্ন মোদির, পাল্টা কংগ্রেস

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version