ভোট মিটতে না মিটতেই অশান্ত মনিপুর! ১১ বুথে পুনর্নির্বাচন, জানালো কমিশন

কমিশনের কাছে খবর আসে কত নির্বাচনের সকালে মণিপুরের ৫ বুথে থমকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া।

প্রথম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শেষ হতে না হতেই গোলাগুলি শুরু মনিপুরে (Manipur)। উত্তর-পূর্বের এই রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে ইভিএম ভাঙচুরের একাধিক ঘটনা সামনে এসেছে। এরপরই ১১টি বুথে পুনর্নির্বাচনের (Re-election ) কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

চলতি লোকসভা নির্বাচনে দু -দফায় ভোট গ্রহণ মনিপুরে। গত ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচন কমিশনের কাছে মনিপুরে একাধিক বুথ ঘিরে অসংখ্য অশান্তির অভিযোগ জমা পড়েছে। ইভিএম, ভিভিপ্যাট, ব্যালট ইউনিট সহ ভোটের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এছাড়াও মনিপুরের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি বলেও জানা গিয়েছে। ভোট পর্ব মিটতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কমিশনের কাছে খবর আসে কত নির্বাচনের সকালে মণিপুরের ৫ বুথে থমকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পূর্ব ইম্ফলের একটি বুথে গুলি চলার খবরও প্রকাশ্যে আসে। এরপরই আগামী সোমবার অর্থাৎ ২২ এপ্রিল পুনরায় ১১ টি বুথে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথে, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে পুনর্নির্বাচন হবে।