Tuesday, December 2, 2025

আদালতের রায়ে বাতিল ২৬ হাজার চাকরি! কীভাবে শিক্ষাদান? ভোটের কাজ!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের জেরে চাকরি হারাতে হল যোগ্যদেরও। এক লপ্তে প্রায় ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল। প্রশ্ন উঠেছে, যারা অযোগ্য, যারা অন্যভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হলে কারও কিছু বলার নেই। কিন্তু যারা যোগ্য, যথাযথ পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছেন তাঁদের চাকরি গেল কোন আইনে? এদের মধ্যে অনেকেই হাইকোর্টের রায়ে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের চাকরিও থাকল না।

লোকসভা নির্বাচন চলছে। স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারী-সহ সরকারি কর্মীরা ভোটের ডিউটি করে থাকেন। সেই অনুযায়ী তাদের অনেক আগে থেকেই ট্রেনিং পর্ব ও বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। ইতিমধ্যেই কে কোথায় ডিউটি করবেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের জেরে এখন তারা আর সরকারি কর্মচারী নন। ফলে ভোটের ডিউটি করার কোনও অধিকারই তাদের নেই আইনত। এখন প্রশ্ন, এই ২৬ হাজার ভোটকর্মী কোথা থেকে এই মুহূর্তে পাওয়া যাবে?

উচ্চমাধ্যমিকের খাতা দেখা চলছে সেখানেও এই শিক্ষকদের অনেকেই দায়িত্বে আছেন। এক্ষেত্রে ব্যাহত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয়টিও। কীভাবে এর সুরাহা সম্ভব? স্কুলের কর্মচারীরা মিড ডে মিলের রান্নার তত্ত্বাবধানে থাকেন এবং অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। এই রায়ের ফলে তারা সে দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে যেখানে নিয়ম করে মিড ডে মিল দিত সরকারি স্কুলগুলো সেসব জায়গায় কীভাবে নজরদারি চালানো হবে এই প্রশ্নগুলির উত্তর এখন কে দেবে? কীভাবেই বা দেবে? এখন এই সমস্যাগুলোর সুরাহা কীভাবে হবে তার কোনও জবাব মেলেনি। ফলে এই রায়ের কারণে শুধুমাত্র চাকরি হারানো নয় ভোটের সঙ্গে যুক্ত কমিশন এবং আরও অন্যান্য বৃহত্তর ক্ষেত্রেও সমাজের উপর এর প্রভাব পড়বে।

আরও পড়ুন- বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী

 

spot_img

Related articles

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...