Wednesday, November 5, 2025

CAA নিয়ে বিজেপির মুখোশ খুলতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাংলা পক্ষ

Date:

নাগরিকত্ব আইন-২০১৯ এর মাধ্যমে নাগরিকত্বর জন্য আবেদন করতে গত ১১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক CAA লাগু করে। যেখানে নিপীড়িত উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও CAA আইনে নাগরিকত্বর জন্য আবেদন করতে গেলে আবেদনকারীর বাংলাদেশ কিংবা পাকিস্তানের ডকুমেন্টস আবশ্যিক করা হয়েছে। এই সত্য তুলে ধরতে এবং উদ্বাস্তু বাঙালিদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের দাবিতে বাংলা পক্ষ গত এক মাস ধরে বিভিন্ন জায়গায় সভা করছে।

CAA আইনের কাগজ হাতে নিয়ে আইন পড়ে শুনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর, জগন্নাথ সরকার সহ সকল বিজেপি নেতাদের চ্যালেঞ্জ দেওয়া হয় বাংলা পক্ষের তরফে। CAA রুল ফ্রেমের পর বিজেপি বিধায়ক অসীম সরকারকে চ্যালেঞ্জ করা হয় যে CAA আইনে আবেদন করতে গেলে আবেদনকারীর বাংলাদেশ কিংবা পাকিস্তানের ডকুমেন্টস আবশ্যিক করা হয়েছে সেটা সে খণ্ডিত করুক। কিন্তু বিজেপি নেতারা এর কোনও সদুত্তর দিতে পারেনি।

গত এপ্রিল বনগাঁর বাটার মোড়ে বাংলা পক্ষর পথসভা থেকে বিজেপিকে CAA নিয়ে চ্যালেঞ্জ করা হয়। বিজেপির লোকেরাই কেন সিএএ তে আবেদন করেনি- এই প্রশ্ন বারবার ওঠে। এরপর বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী বাংলা পক্ষর পথসভাতে বিশৃঙ্খলা করতে চলে আসে। তারা বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্য সদস্য এবং উপস্থিত পথ চলতি শ্রোতাদেরকে শারীরিক ভাবে হেনস্থা করে, হেলমেট তুলে মারতে উদ্যত হয় বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে। প্রাণঘাতী হামলা চালানোর হুমকি দেয়। চেয়ার ভাঙচুর করে। এরপর পুলিশ এসে ঘটনা সামাল দেয়। রাতেই বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বনগাঁ থানায় FIR করে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version