Monday, August 25, 2025

‘ওড়িশা ম্যাচে ড্র নয় গোলের জন্য ঝাঁপাবে মোহনবাগান’, হুঙ্কার বাগান কোচের

Date:

আগামিকাল আইএসএল-এর লেগের প্রথম সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচের আগে সুখবর বাগান শিবিরে। ১০০ শতাংশ ফিট সাহাল আব্দুল সামাদ। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । পাশাপাশি জানান ওড়িশা ম্যাচে ড্র নয় জয়ের জন্য ঝাঁপাবে সবুজ-মেরুন।

মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। সোমবার একপ্রস্থ অনুশীলনের পরেই দল নিয়ে ভুবনেশ্বর উড়ে যাবেন হাবাস। ফিরতি লেগের ম্যাচটা ২৮ এপ্রিল, যুবভারতীতে। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র সাহাল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। রবিবার অবশ্য হাবাস স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘সাহাল ১০০ শতাংশ ফিট। মঙ্গলবারের ম্যাচে ওকে শুরু থেকেই খেলাতে পারি।

চলতি মরশুমে মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ মানেই রোমাঞ্চকর ফুটবল। এএফসি কাপের গ্রুপ লিগে প্রথম সাক্ষাৎকারে ওড়িশাকে ৪-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। সের্জিও লোবেরার দল পাল্টা দিয়েছিল ফিরতি লেগের ম্যাচটা মোহনবাগানকে ৫-২ গোলে হারিয়ে। আইএসএলের দু’টি ম্যাচই ড্র হয়েছিল। এবার কী হবে। হাবাস বলছেন, ‘‘ওড়িশা শক্তিশালী দল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা ইতিবাচক ফুটবল খেলব। লক্ষ্য, ভুবনেশ্বর থেকে জিতে ফেরা। যাতে ঘরের মাঠে ফিরতি লেগে আমার ফুটবলাররা খোলা মনে খেলতে পারে।’’ বাগান কোচের বাড়তি সংযোজন, ‘‘অতীতে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। মঙ্গলবারের ম্যাচটায় ফোকাস করছি। আবারও বলছি, জেতার লক্ষ্য নিয়েই ফুটবলাররা মাঠে নামবে। আমাদের প্রধান অস্ত্র পাসিং ফুটবল। সেটার উপর জোর দিয়েই ম্যাচ জিততে চাই।”

প্রতিপক্ষ শিবিরের দুই বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণা এবং দিয়েগো মরিসিওকে সমীহ করছেন হাবাস। তিনি বলছেন, ‘‘ওড়িশা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। ওদের ফয়োরার্ড লাইন দারুণ শক্তিশালী। তবে আমি নিজের দলের উপরেই ফোকাস রাখছি। ওদের আটকানোর ছক তৈরি রয়েছে। এবার মাঠে নেমে সেই পরিকল্পনাকে সফল করতে হবে।’’ হাবাস আরও বলেছেন, ‘‘লিগ-শিল্ড জয় অতীত। আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ফুটবলারদের বারবার সতর্ক করছি। আত্মতুষ্টিক কোনও জায়গা নেই। ফুটবলাররাও নিজেদের সেরাটা দিতে তৈরি। সবাই জানে, আমাদের চূড়ান্ত লক্ষ্যপূরণ এখনও হয়নি।”

হাবাসের সঙ্গে সাংবাদিক সম্মলনে এসেছিলেন লিস্টন। চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন সবুজ-মেরুনের গোয়ান উইঙ্গার। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ গোল করেছিলেন। লিস্টন বলছেন, ‘‘এটাই আমার সেরা মরশুম। তবে মরশুমের শেষ দিন পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে চাই। ওড়িশা ম্যাচেও গোল করতে চাই। তবে আমার গোলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সেটা হলেই আমি খুশি। ওড়িশা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। তবে ওদের সমীহ করলেও ভয় পাচ্ছি না। নিজেদের সেরাটা দিতে পারলে আমরাই জিতব।“

আরও পড়ুন- নজির গড়লেন ভারতীয় গুকেশ ডোম্মারাজু, বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি


Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version