Friday, August 22, 2025

আর্জি ভিত্তিহীন! খারিজ কেজরিওয়ালের জামিনের আবেদন, বড় অঙ্কের জরিমানা দিল্লি হাইকোর্টের

Date:

খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) জামিন (Bail) চেয়ে জনস্বার্থের আবেদন। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আর্জিতে কেজরিওয়ালকে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জামিন মঞ্জুরের আবেদন করা হয়। তবে এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে বলে খবর। পাশাপাশি আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করে আদালত সাফ জানিয়েছে, এই আর্জি একবারেই ভিত্তিহীন। এর সপক্ষে কোনও কারণ নেই।

আদালত এদিন আরও জানিয়েছে, আম আদমি পার্টির নেতা বর্তমানে আদালতেরই নির্দেশেই জেল হেফাজতে আছেন। বেঞ্চ বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার নামে এই আবেদনটি করেছেন আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র। তবে একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের অসাধারণ অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না। তবে আবেদনকারী বলেছেন, তিহার জেলে অসংখ্য দাগি অপরাধী সাজা কাটছে। তাদের মধ্যে বোমা বিস্ফোরণ, ধর্ষণ-খুন, ডাকাতির মামলার অপরাধীরাও আছে। এ রকম পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। সেকারণেই তাঁকে জামিন দেওয়া হোক।


অন্যদিকে, ইনসুলিন দেওয়া এবং ভিডিয়ো কলে প্রতিদিন চিকিৎসকের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হোক— এই আর্জি নিয়ে দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ, সোমবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version