Monday, May 19, 2025

বনগাঁয় প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান,মহিলাদের উপর চড়াও শান্তনুর গুন্ডাবাহিনী

Date:

Share post:

সাংসদ থাকাকালীন কোনও কাজ করেননি। বিগত পাঁচ বছর ধরে কোন রকম সাহায্য পাননি বনগাঁবাসী। আর সেই ক্ষোভ উগড়ে দিয়েই এলাকার সাংসদ শান্তনু ঠাকুরকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তুললেন মহিলারা। সোমবার ভোট প্রচারের জন্য এলাকায় আসতেই সাংসদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, করোনার সময়ও কোনওরকম সাহায্য পাননি সাংসদের থেকে।তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় ।

এদিকে মহিলারা গোব্যাক স্লোগান তুলতেই তাঁদের উপর চড়াও হয় শান্তনু ঘনিষ্ঠ বিজেপির গুন্ডা বাহিনী। কোনও রকম কাজ না করায় সাংসদ কে দেখেই ক্ষেপে ওঠে এলাকাবাসী। সেখানে শান্তনু এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাতেই ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদী মহিলাদের পাথর, ইট, লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধোর করে বিজেপি পুরুষ ও মহিলা কর্মীরা। এই ঘটনায় বেশ কিছু মহিলা আক্রান্ত হন। তাদের বাগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তারা পরিস্থিতির সামাল দেয় । এই ঘটনায় দুই জন বিক্ষোভকারী মহিলা এবং একজন বিজেপি নেত্রী আহত হয়েছেন । তাঁদের বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে । শান্তনুর করা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, সাধারণ মানুষ সাংসদ হিসাবে শান্তনুকে পাঁচ বছর দেখতে পায়নি । কোনও কাজ করেনি । সাধারণ মানুষ সেইটা জানতে গিয়েছিলেন । সেখানে মহিলাদের মারধর করেছে । উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আনতে চাইছে ।




spot_img

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...