Saturday, May 3, 2025

দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে রেকর্ড গরম বাংলায়। আর সেই দাবদাহকে উপেক্ষা করেই সোমবারও উত্তরবঙ্গে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রায়গঞ্জ (Raigaunge ) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (Krishnya Kalyani) হয়ে জোড়া সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন করণদিঘি ও চাকুলিয়ায় জনসভা করবেন মমতা। এদিন দুপুর ১টায় চাকুলিয়ার গিরশি আই এম সিনিয়র মাদ্রাসা মাঠ এবং দুপুর ২ টো নাগাদ করণদিঘীর কৃষি মাণ্ডি মাঠে সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

অন্যদিকে, সোমবার দুপুরে মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । খড়্গপুরের গ্রিনল্যান্ড হোটেলে বেলা ১টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে প্রার্থী দেব ও জুন মালিয়াকে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী করা হয়েছে। তাই এই কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পালের সঙ্গে লড়াই জুনের। আর ঘাটালে তৃণমূলের দু’বারের সাংসদ দেবের সঙ্গে লড়াই বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের। তবে এদিন মমতা, অভিষেকের কর্মসূচি ঘিরে কর্মী, সমর্থকদের উদ্দীপনা চোখে পড়ার মতো‌।

তবে এদিন জনসভা করার পরই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য দুটি সভা করবেন মমতা। ২৩ শে এপ্রিল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে এপ্রিল বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে আউশগ্রামে সভা করবেন মমতা। সভা করবেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও। তাৎপর্যপূর্ণ এই লোকসভা কেন্দ্র থেকেই এবারে বিজেপির প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version