Sunday, November 9, 2025

অভিষেকের উপরে হামলার ছককষা রাজারাম কে? ট্রানজিট রিমান্ডে কলকাতা আনল পুলিশ

Date:

রেইকি করতে সিদ্ধহস্ত মুম্বাইয়ের রাজারাম রেগে (Rajaram Rege)। এমনকি এই কাজে সে কতটা সফল তার একটা উদাহরণ ২৬/১১ মুম্বাই হামলা (26/11 Mumbai attack)। সেই রাজারামই রেইকি (recce) করেছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর। কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হওয়া রাজারাম যেভাবে সফল মুম্বাই হামলার পিছনে ছিল সেভাবেই হামলার ছক কলকাতাতেও কোনও হামলা করার উদ্দেশ্য ছিল না কি না, এবার সেটাই খতিয়ে দেখবে কলকাতা পুলিশ।

২৬/১১ মুম্বাই হামলার অন্যতম চক্রী পাকিস্তানি-আমেরিকান ডেভিড হেডলি (David Headley)। বর্তমানে তিনি আমেরিকার জেলে ৩৫ বছরের সাজায় রয়েছেন। সেখানেই বিচার প্রক্রিয়া চলাকালীন ২০১৬ সালে হেডলি দাবি করেছিলেন তিনি শিবসেনা ভবন ও বাল ঠাকরের (Bal Thackeray) উপর আক্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শিবসেনা ভবনের নিরাপত্তা পেরিয়ে বাল ঠাকরে পর্যন্ত কীভাবে পৌছনোর পরিকল্পনা ছিল হেডলির? আদালতে হেডলিকে জানিয়েছিলেন শিবসেনার কর্মী রাজারাম রেগে তাঁকে সব ধরনের তথ্য সরবরাহ করছিলেন। যদিও প্রাথমিকভাবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছিল খোদ শিবসেনা ও রাজারাম নিজে। তবে ২৬/১১ মুম্বাই হামলার এই সব তথ্য পেশের পরই দেশের ভিতরে থেকে কারা এই দুষ্কৃতি কাণ্ডে মদত দিয়েছিলেন, তাঁদের খোঁজ পেতে হেডলিকে রাজসাক্ষী করা হয় সেই ঘটনার।

সেই সময় রাজারাম দাবি করেছিলেন কয়েক সেকেন্ড তাঁর সঙ্গে হেডলির একবারই কথা হয়েছিল। যদিও হেডলি আদালতে ফের দাবি করেছিলেন আমেরিকায় শিবসেনার (Shiv Sena) জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে প্রাথমিকভাবে বাল ঠাকরেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই সময় রাজারাম তাঁকে সাহায্য করেন। যদিও পরে রাজারামের মারফৎই তিনি জানতে পারেন শারীরিক কারণে বাল ঠাকরের পক্ষে যাওয়া সম্ভব না। সেবার বাল ঠাকরে আমেরিকার সেই অনুষ্ঠানে যোগ দিলে হেডলির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়ে যেত, যার কারিগর হতেন রাজারামই।

সোমবার কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) মুরলিধর শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, “কোনওভাবে তিনি (রাজারাম) অভিষেকের ফোন নম্বর ও তাঁর পিএ-র ফোন নম্বর পান। তিনি দেখা করতে চাওয়ার জন্য অনুমতিও চান।” এখানেই কলকাতা পুলিশের আশঙ্কা মুম্বাইয়ের হামলার মতো দেখা করার অছিলায় কোনও অসৎ উদ্দেশ্য ছিল বলেই। ২৬/১১-র ঘটনায় হেডলিকে মদত দেওয়ার পরেও মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলের কর্মী হিসাবেই কী বাইরে রয়েছেন রাজারাম রেগে? সেই জোরেই কী এবার কলকাতা ও বাংলার রাজনীতিকদের টার্গেট করার কাজে তাঁকে কেউ ব্যবহার করছেন? ট্রানসিট রিমান্ডে কলকাতায় এনে এবার তদন্ত শুরু করবে কলকাতা পুলিশ। সোমবার তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version