চলতি আইপিএল-এ এখনও নিজেকে মেলে ধরতে পারেননি কলকাতা নাইট রাইডার্সে বোলার মিচেল স্টার্ক। চলতি আইপিএল-এ ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছে কলকাতা । কিন্তু কোটি কোটি টাকার বোলার এখনও আইপিএল ব্যর্থ। স্টার্ককে কেনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল। স্টার্কের পারফরম্যান্স এবারের আইপিএলে একদমই আহামরি নয়। প্রচুর রান দিচ্ছেন।আর গতকালের ম্যাচের পর থেকে যেন আরও শুরু হয়েছে সমালোচনা। আরসিবিরর বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বেঙ্গালুরুর শেষ ওভারে জয়ের জন্য যখন প্রয়োজন ছিল ২১ রান। প্রথম চার বলে তিনটি ছক্কা খেয়ে দলকে হারের দিকে ঠেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। আর স্টার্কের এই পারফরম্যান্সেই বিরক্ত নাইট অধিনায়ক। তবুও স্টার্কের পাশে দাঁড়ালেন শ্রেয়স।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, “ ৬ বলে ১৮ রানের দরকার থাকলে, চাপ সব সময় বোলারের উপর থাকে। একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায়। সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আগের বলের কথা ভাবতে নেই। পরের বলে ব্যাটারকে কোন দিকে মারতে বাধ্য করব, সেটা ভেবে নিতে হয়। আন্দ্রে রাসেল যে ভাবে ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিল।”

একই কথা শোনা যায় দলের আরেক ক্রিকেটার হর্ষিত রানার মুখেও। তাঁকে এটা নিয়ে প্রশ্নও করা হলে রানা বলেন, ‘‘স্টার্ক কত বড় বোলার সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না। দেখুন সবার নিজস্ব কিছু গেমপ্ল্যান থাকে। পরিকল্পনা থাকে। স্টার্কেরও সেরকমই কিছু আছে। তবে আমরা নিশ্চিত ঠিক আমাদের ম্যাচ জেতাবে। ভবিষ্যতে আমাদের জেতাবেই। সেই বিশ্বাস রয়েছে।’’

আরও পড়ুন- ‘ওড়িশা ম্যাচে ড্র নয় গোলের জন্য ঝাঁপাবে মোহনবাগান’, হুঙ্কার বাগান কোচের
