Thursday, November 13, 2025

অধীর চৌধুরী চেয়েছিল বিজেপির হাত শক্ত করতে: মালদহে তোপ অভিষেকের

Date:

কংগ্রেসের এককালের গড়ে দাঁড়িয়ে কংগ্রেসেরই মুখোশ খুলে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম করে রাজ্যে বিজেপিকে সাহায্য করার কারিগর হিসাবে অভিযোগ তুললেন তিনি। রাজ্যের উন্নয়নে কংগ্রেসের কোনও ভূমিকা না থাকলেও বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সাহায্য করে দিতে কংগ্রেস নির্বাচনের সময় এগিয়ে আসে, এভাবেই মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে বৈষ্ণবনগরে প্রচারে নেমে তোপ দাগলেন অভিষেক।

সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে কাঠগড়ায় তুলে অভিষেক অভিযোগ করেন, “প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীরা চেয়েছিলেন কিভাবে বিজেপির হাত শক্ত করা যায়। কংগ্রেসের নেতাকে কোনওদিন দেখবেন না বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে।”

এই রাজ্যে বিজেপি ক্ষমতা বাড়ানোর পিছনেও কংগ্রেসকেই দায়ী করেছেন অভিষেক। তিনি দাবি করেন, “মালদহ দক্ষিণ কেন্দ্রের যিনি কংগ্রেসের প্রার্থী তিনি সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তারপরেও নির্লজ্জের মতো লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন। তার কারণ ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য লড়ছেন তিনি। কংগ্রেসের বাংলার নেতারা সমঝোতা করেছে বিজেপির সঙ্গে।”

মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজকে ভোট দেওয়ার আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মালদহে ২০১৯-এ ভোট কাটাকাটি করতে গিয়ে একটায় কংগ্রেস, একটায় বিজেপি জিতেছে। ভোটের ব্যবধান দেখলেই সেটা বোঝা যাবে। বিজেপিকে, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে বিজেপি নির্বাচনে জিতছে।”

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version