Tuesday, August 26, 2025

লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠের চেষ্টা, অভিযোগ মমতার

Date:

সিসিটিভি বন্ধ করে, লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠ করার চেষ্টা করেছে ওরা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী জনসভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একই অভিযোগ এনেছে জেলা তৃণমূল নেতৃত্বও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে স্ট্রং রুমে তৃণমূলকে নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে দু-ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়। জেলা প্রশাসন এই অভিযোগ পেয়ে এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, প্রশাসন আমাদের দাবি মেনে দু-ঘণ্টার সিসিটিভি ফুটেজ দলের প্রতিনিধিদের দেখার বন্দোবস্ত করে দিয়েছে ।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সিসিটিভি ক্যামেরার মনিটরের সামনে তৃণমূল প্রতিনিধিদের রবিবার রাতে থাকতে বাধা দিয়েছিল। স্ট্রং রুমের বাইরে এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। এর দু-ঘণ্টা পরে তৃণমূল কর্মীদের মনিটরের সামনে নজরদারির অনুমতি দেওয়া হয়। তবে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছিলেন সেই দু-ঘণ্টার ভিডিও ফুটেজ তারা দেখতে চান। সেই মতো সংশয় দূর করতে তৃণমূল প্রতিনিধিদের ওই দু-ঘণ্টার ফুটেজ দেখানো হয়েছে।

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে , প্রতিদিন জেলা নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা স্ট্রং রুম পরিদর্শন করছেন। এছাড়াও পুলিশসুপার দ্যুতিমান ভট্টাচার্য নিজেও পরিদর্শন করছেন স্ট্রং রুম। জানা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্দিষ্ট দিনে স্ট্রংরুমগুলি সিসিটিভি ক্যামেরার আওতায় কতটা নিরাপত্তায় আছে তা দেখানোর ব্যবস্থা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ উপস্থিতিতে এই ফুটেজ দেখানো হবে।




Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version