Monday, November 10, 2025

লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠের চেষ্টা, অভিযোগ মমতার

Date:

সিসিটিভি বন্ধ করে, লোর্ডশেডিং করে কোচবিহারে স্ট্রং রুম থেকে ভোট লুঠ করার চেষ্টা করেছে ওরা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী জনসভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একই অভিযোগ এনেছে জেলা তৃণমূল নেতৃত্বও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে স্ট্রং রুমে তৃণমূলকে নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে দু-ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়। জেলা প্রশাসন এই অভিযোগ পেয়ে এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, প্রশাসন আমাদের দাবি মেনে দু-ঘণ্টার সিসিটিভি ফুটেজ দলের প্রতিনিধিদের দেখার বন্দোবস্ত করে দিয়েছে ।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সিসিটিভি ক্যামেরার মনিটরের সামনে তৃণমূল প্রতিনিধিদের রবিবার রাতে থাকতে বাধা দিয়েছিল। স্ট্রং রুমের বাইরে এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ায় তৃণমূল কর্মীরা। এর দু-ঘণ্টা পরে তৃণমূল কর্মীদের মনিটরের সামনে নজরদারির অনুমতি দেওয়া হয়। তবে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছিলেন সেই দু-ঘণ্টার ভিডিও ফুটেজ তারা দেখতে চান। সেই মতো সংশয় দূর করতে তৃণমূল প্রতিনিধিদের ওই দু-ঘণ্টার ফুটেজ দেখানো হয়েছে।

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে , প্রতিদিন জেলা নির্বাচন কমিশনের আধিকারিক হিসেবে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা স্ট্রং রুম পরিদর্শন করছেন। এছাড়াও পুলিশসুপার দ্যুতিমান ভট্টাচার্য নিজেও পরিদর্শন করছেন স্ট্রং রুম। জানা গিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্দিষ্ট দিনে স্ট্রংরুমগুলি সিসিটিভি ক্যামেরার আওতায় কতটা নিরাপত্তায় আছে তা দেখানোর ব্যবস্থা হবে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ উপস্থিতিতে এই ফুটেজ দেখানো হবে।




Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version