আরও গরম বাড়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলায় বাড়বে তাপমাত্রা। জারি হল তাপপ্রবাহের সতর্কতা। বুধবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
এদিকে এবারে শুধু দক্ষিণ নয়, উত্তরের জেলায়ও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরে বৃষ্টি কমবে, বাড়বে গরম। হলুদ সতর্কতা জারি হয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে।