Tuesday, November 18, 2025

৪ ঘণ্টা ট্রেন লেট, যাত্রী বিক্ষোভে হাওড়া স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতি!

Date:

হাওড়া স্টেশনে (Howrah Station) ট্রেন লেট নিত্য দিনের চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে আজ তা চরমে পৌঁছল। সকাল ৬টা ২০ মিনিটের ট্রেন ছাড়ল বেলা দশটায়। প্রায় চার ঘণ্টা ধরে ধোঁয়াশায় রইলেন যাত্রীরা। এই গরমে ধৈর্যের সীমা বাঁধ ভাঙল। বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি স্টেশনের নিউ কমপ্লেক্সে (Howrah New Complex)।মেঝেতে ছুড়ে ফেলা হল ডিজিটাল ডিসপ্লে বোর্ড, কাচ ভাঙল অনুসন্ধান অফিসের। মঙ্গলের সকালে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে (Passenger agitation in Howrah Station)।

যাত্রীরা বলছেন, বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা মেলেনি। শুধু তাই নয় এই সংক্রান্ত কোনও আপডেট মেলেনি রেলের তরফে। বারবার অনুসন্ধান অফিসে খোঁজ করতে গেলেও রেল আধিকারিকরা অসহযোগিতা করেছেন বলে অভিযোগ। এরপরই বাঁধে বচসা, সেখান থেকেই ধস্তাধস্তি। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডেপুটি ডিসিএম (খড়্গপুর) জানান, ট্রেনের ‘রেক প্লেসমেন্ট’ করতে দেরি হয়েছে। তার জেরেই সমস্যা। তিনি মেনে নিয়েছেন, সেই কারণেই যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। ডিসপ্লে বোর্ড ছুড়ে ফেলা হয়। এনকোয়ারি অফিসের কাচ ভাঙ্গার ঘটনাও ঘটেছে।পরবর্তীতে সকাল ১০টা নাগাদ হাওড়া স্টেশনের ২০ নম্বর প্ল্যাটফর্ম থেকে জনশতাব্দী এক্সপ্রেস ছেড়েছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version