Saturday, August 23, 2025

অভিষেকের উপর রেকি করা রাজারাম কাদের ফোন করত? কলকাতায় কারা লিঙ্কম্যান?

Date:

কলকাতা শহরে এসে কালীঘাট এলাকায় রেকি (recee) চালানো মহারাষ্ট্রের রাজারামের পক্ষে কীভাবে সম্ভব হয়েছিল? তবে কী তাঁর কোনও লিঙ্কম্যান (linkman) কলকাতায় ছিল, যে বা যারা তাঁকে খবর দিয়ে সাহায্য করত? মুম্বাই হামলায় রাজারাম রেগে নিজেই ডেভিড হেডলির (David Headley) লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-কে হেডলির সঙ্গে যোগাযোগ নিয়ে মিথ্যে বলে পার পেয়ে গেলেও রাজারাম যে এই হামলার আগে কত তথ্য পাচার করেছিল পাক গুপ্তচরদের তা হেডলির বয়ানে প্রমাণিত। কাজেই লিঙ্কম্যানদের দিয়ে কীভাবে কাজ করাতে হবে তা খুব ভালোভাবেই জানেন রাজারাম রেগে। কলকাতায় কীভাবে এদের সঙ্গে যোগাযোগ রাখত, বা এরা কারা এখন সেই তথ্যের সন্ধানে কলকাতা পুলিশ।

পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে নিউ মার্কেট থানা (New Market police station) এলাকার হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ, যেখানে রাজারাম দুদিনের জন্য এসে থেকেছিল। সেখানেই দেখা গিয়েছে রাজারাম কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। আবার তাঁর মোবাইল থেকে পাঁচজনের নম্বর পেয়েছে গোয়েন্দারা। এই পাঁচজনের পরিচয় অনুসন্ধান করছে গোয়েন্দা বিভাগ। যাদের সঙ্গে রাজারাম কলকাতায় এসে কথা বলেছেন এবং ফোন নম্বর পাওয়া গিয়েছে যাদের তাঁরাই রাজারামের লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন কি না তা নিয়েই তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই নিউ মার্কেট থানা এলাকার হোটেলগুলিকে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তরা এই থানা এলাকায় ঘর ভাড়া নিয়ে ছিলেন। রাজারামও এই একই এলাকা বেছে নিয়েছে। এরপর ওই এলাকার হোটেলগুলিকে ঠিকমতো রেজিস্টার খাতা মেনে চলা, সিসিটিভিগুলি সচল রাখা ও তার নজরদারি করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version