Friday, August 22, 2025

মেয়ের মুখে গোঁফের রেখা, UP বোর্ডের টপারকে তীব্র কটাক্ষ নেটপাড়ায় 

Date:

Share post:

টপার হয়েও ট্রোলড! উত্তরপ্রদেশ জুড়ে সকলের মুখে এখন একটাই নাম- প্রাচী নিগম (Prachi Nigam)। ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় শীর্ষস্থান পেয়ে সকলকে চমকে দিয়েছেন এই পড়ুয়া। তবে প্রাচীর ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ যা করল তা সব শালীনতার সীমা লঙ্ঘন করে গেল। প্রাচীর ছবিতে তাঁর মুখে লোমের আধিক্য ধরা পড়ে। এরপরই শুরু হয় কুৎসিত আক্রমণ। সমবয়সি থেকে নেটিজেন, কেউ ছেড়ে কথা বলেনি। এক কথায় মুখ ভরা লোম, স্পষ্ট গোঁফের রেখা যেন টপার হয়েও ট্রোলিং বিদ্ধ করল এই মেধাবী ছাত্রীকে। কটাক্ষের বিরোধীতা করে পড়ুয়ার (Prachi Nigam) পাশে দাঁড়িয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন অনেকেই।

উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করেছে। প্রাচী সেখানে ৯৮.৫০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৬০০ র মধ্যে ৫৯১ পেয়ে শীর্ষ স্থানাধিকারী এই পড়ুয়া। আজ গোটা উত্তরপ্রদেশের গর্ব প্রাচী। তাঁর যা বয়স এই বয়সে বহু কিশোরীই বাহ্যিক রূপ নিয়ে মাতামাতি করেন। কিন্তু প্রাচী ব্যতিক্রমী, তাই নিজের মেধাকে প্রাধান্য দিয়েছেন। দিনরাত এক করে শুধু পড়াশোনায় মন দিয়েছেন আর ফল মিলেছে হাতে নাতে। কিন্তু এ কেমন শিক্ষিত সমাজ যারা ২০২৪ সালে দাঁড়িয়েও এভাবে মানুষের সৌন্দর্যের বিচার করে? অনেকেই জানেন, হরমোনের কারণে কোনও কোনও মহিলার শরীরে ও মুখে লোমের আধিক্য বেশি থাকে। প্রাচীর ক্ষেত্রে কোনও মেডিক্যাল সমস্যা আছে কিনা তা না জেনে এমন আচরণ যথেষ্ট নিন্দনীয়। এই ধরণের কুৎসিত আক্রমণ যেকোনও মানুষের মানসিক বিপর্যয় আনতে পারে। কে দায় নেবে? এই সমাজমাধ্যম না নেট ব্যবহারকারীরা? কিছু শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি এই গোটা বিষয়ে সমালোচনা করে প্রাচীর পাশে দাঁড়িয়েছেন। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার পড়ুয়া আগামীতে IIT-JEE ক্র্যাক করার স্বপ্নে বিভোর। তাই যুক্তিহীন কিছু কথা সাজিয়ে ভাইরাল হওয়ার লক্ষ্যে এই ধরণের মন্তব্যের বিরোধিতা করেছে নেটপাড়ার একাংশ।

 

spot_img

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...