Tuesday, August 26, 2025

দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেকের রোড শো-এ মুর্শিদাবাদের রাস্তা ভাসল জনপ্লাবনে

Date:

মুর্শিদাবাদ কার গড়? বুধবার, শেষবেলায় জোড়তলা বিডিও অফিস মোড় থেকে জলঙ্গি পদ্মা ভবন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো দেখলে একটাই কথা সবাই বলবে, এটা তৃণমূলেরই গড়। দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো-এ জনপ্লাবন। প্রার্থীকে নিয়ে হুড খোলা ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। মুর্শিদাবাদের জোড়তলা বিডিও অফিস মোড় থেকে জলঙ্গি পদ্মা ভবন পর্যন্ত রোড শো পথের দুধানে উপচে পড়ছে মানুষের ভিড়। অভিষেককে একঝলক দেখতে রাস্তা এমনকী বাড়ির ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা।

তাপমাত্রার উত্তাপকেও হারিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো। জোড়তলা বিডিও অফিস মোড় থেকে জলঙ্গি পদ্মা ভবন পর্যন্ত রাস্তা এদিন কার্যত চলে যায় তৃণমূলের দখলে। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন। দলের পতাকা ওড়ান তিনি। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনপ্লাবন হয় রাস্তা। জনসুনামিতে ভেসে ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক প্রচারের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক বৈঠক করছেন। চলছে তৃণমূলের কর্মী-সমর্থকদের সমর্থনে রোড শো। প্রতিটি রোড-শো-তেই জনপ্লাবন। অনুমানের থেকে বেশিই জনসমাগম হচ্ছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। এদিনও তার ব্যতিক্রম হল না।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version