Thursday, August 28, 2025

রাহুল নাকি রবার্ট, আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা

Date:

আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? রাহুল গান্ধীর (Rahul Gandhi)নামের পাশাপাশি গান্ধী পরিবারের জামাইয়ের নামে পোস্টার ঘিরে বাড়ছে জল্পনা। বিজেপি এই আসনে স্মৃতি ইরানিকে প্রার্থী করেছে কিন্তু কংগ্রেসের অন্দরে এখনও প্রার্থী বাছাই নিয়ে টানাপড়েন চলছে। এ হেন পরিস্থিতিতে এবার আমেঠিতে কংগ্রেসের (Congress party office in Amethi)কার্যালয়ের বাইরে গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার (Robert Vadra)নামে পোস্টার পড়ল। সেখানে নাকি দাবি করা হয়েছে, আমেঠির মানুষ রবার্টকেই চাইছেন। গত সপ্তাহে গাজিয়াবাদে সাংবাদিকরা রাহুলকে আমেঠিতে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করলে সোনিয়া তনয় সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি। বরং তিনি জানান এই ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি এবং সভাপতি মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্ত নেবেন। এবার হাত শিবিরের কার্যালয়ের বাইরে রবার্ট বঢরার নামে পোস্টার আরও একবার দলের কোন্দল স্পষ্ট করে দিল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট দিন কয়েক আগে নিজেই প্রার্থী হওয়ার দাবি করেছিলেন। তাঁর কথায় অনেক দিন ধরেই তিনি সোনিয়া কন্যার সঙ্গে আমেঠিতে কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। জনসেবামূলক কাজ করেছেন। তাই সেখানকার মানুষ চাইছেন, তিনি যেন রাজনীতিতে যোগ দেন। এরপরই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তাহলে কি রাহুল আর রবার্টের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেস সেই নিয়ে সমর্থকদের মতো দলীয় বিভাজন বাড়ছে? উত্তরপ্রদেশে কংগ্রেস অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করে লড়ছে। অখিলেশ চান, রাহুল ফের আমেঠি থেকে লড়ুন। শেষপর্যন্ত কাকে টিকিট দেওয়া হয় সেটাই দেখার।

 

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version