Monday, November 3, 2025

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের অশান্ত মণিপুর! ধারাবাহিক IED বিস্ফোরণে ভাঙল সেতু

Date:

শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার কয়েকঘণ্টা আগেই আইইডি বিস্ফোরণে (IED  Blast) কেঁপে উঠল মণিপুর (Manipur)। মঙ্গলবার গভীর রাতে এই বিস্ফোরণ হয় বলে খবর। কাঙ্গপোকপি জেলায় একাধিক আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ে একটি সেতুর (Bridge ) একাংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণের জেরে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে যানজট বৃদ্ধি পায় বলে খবর। মণিপুরের ইম্ফল ও নাগাল্যান্ডের ডিমাপুরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুটি মঙ্গলবার রাত ১২.‌৪৫ নাগাদ বিস্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

১৯ এপ্রিল প্রথম দফার ভোটে অশান্ত হয়েছিল ইনার মণিপুর। শেষ পর্যন্ত ১১টি বুথে পুনর্নির্বাচনের নিদেশ দেয় নির্বাচন কমিশন। ২২ এপ্রিল এই কেন্দ্রে ১১টি বুথে আবার ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটের আগেও সেই অশান্তির ধারা অব্যহত থাকল। এবার অশান্ত হয়ে উঠল আউটার মণিপুরও। সূত্রের খবর, বর্তমানে আওয়াঙ্গ সেকমাই এবং লুয়াংসাংগোল গ্রামে লাগাতার গুলি বিনিময় চলছে। সেই জেলাতেই আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ল সেতুর একাংশ

গত একবছর ধরে জাতিগত সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপরও নিজেদের ব্যর্থতার দায় কাঁধে চাপাতে রক্তাক্ত মণিপুর শান্ত হয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কোথায় কী? লোকসভা ভোট শুরু হতেই ফের অশান্ত মণিপুর।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version