Thursday, August 21, 2025

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের অশান্ত মণিপুর! ধারাবাহিক IED বিস্ফোরণে ভাঙল সেতু

Date:

শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার কয়েকঘণ্টা আগেই আইইডি বিস্ফোরণে (IED  Blast) কেঁপে উঠল মণিপুর (Manipur)। মঙ্গলবার গভীর রাতে এই বিস্ফোরণ হয় বলে খবর। কাঙ্গপোকপি জেলায় একাধিক আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ে একটি সেতুর (Bridge ) একাংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণের জেরে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে যানজট বৃদ্ধি পায় বলে খবর। মণিপুরের ইম্ফল ও নাগাল্যান্ডের ডিমাপুরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুটি মঙ্গলবার রাত ১২.‌৪৫ নাগাদ বিস্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

১৯ এপ্রিল প্রথম দফার ভোটে অশান্ত হয়েছিল ইনার মণিপুর। শেষ পর্যন্ত ১১টি বুথে পুনর্নির্বাচনের নিদেশ দেয় নির্বাচন কমিশন। ২২ এপ্রিল এই কেন্দ্রে ১১টি বুথে আবার ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটের আগেও সেই অশান্তির ধারা অব্যহত থাকল। এবার অশান্ত হয়ে উঠল আউটার মণিপুরও। সূত্রের খবর, বর্তমানে আওয়াঙ্গ সেকমাই এবং লুয়াংসাংগোল গ্রামে লাগাতার গুলি বিনিময় চলছে। সেই জেলাতেই আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ল সেতুর একাংশ

গত একবছর ধরে জাতিগত সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপরও নিজেদের ব্যর্থতার দায় কাঁধে চাপাতে রক্তাক্ত মণিপুর শান্ত হয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কোথায় কী? লোকসভা ভোট শুরু হতেই ফের অশান্ত মণিপুর।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version