Monday, November 3, 2025

নির্বাচনী বন্ড কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল!

Date:

নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকার দুর্নীতি। তদন্তে SIT গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানাল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। মামলা দায়ের করে আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhusan)মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ তুলে জানান যে ওই সংস্থা ভারতীয় জনতা পার্টিকে প্রায় ১৪০ কোটি টাকা দিয়েছে। এর বিনিময়ে কেন্দ্র সরকার ওই সংস্থাকে ১৪ হাজার কোটির বরাত দিয়েছে। অর্থাৎ হিসেব করলে দাঁড়ায় পুরো কেলেঙ্কারির পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি। নির্বাচনী বন্ডের (Electoral Bonds) দুর্নীতির অঙ্ক নিয়ে বিস্ফোরক দাবি করে প্রশান্ত জানান, বন্ডের মাধ্যমে প্রত্যেক হাজার কোটির অনুদানের জন্য সংস্থাগুলি তার ১০০ গুন সুবিধা সরকারের কাছ থেকে নিয়েছে। শুধু তাই নয়, বন্ডের মাধ্যমে অনুদান না হলে ইডি-সিবিআই হয়তো বহু সংস্থার দুর্নীতি প্রকাশ্যে আনতে পারত বলে অভিযোগ তাঁর।

সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং ‘কমন কজ’ নামের ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্তের আর্জি জানানো হয়। আবেদনকারীদের দাখিল করা পিটিশনে আরও বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) দ্বারা নির্বাচন কমিশনের সাথে শেয়ার করা ডেটাতে এমন দৃষ্টান্তও দেখা গেছে যেখানে ক্ষমতাসীন দলগুলি আপাতদৃষ্টিতে জনস্বার্থ এবং সরকারি কোষাগারের খরচে বেসরকারি কর্পোরেটদের সুবিধা প্রদানের জন্য নীতি এবং আইন সংশোধন করেছে। তাই গোটা বিষয়টি নিয়ে কীভাবে তদন্ত হচ্ছে তা পর্যবেক্ষণ করুক দেশের শীর্ষ আদালত।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version