Thursday, August 21, 2025

নির্বাচনী বন্ড কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল!

Date:

নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকার দুর্নীতি। তদন্তে SIT গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানাল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। মামলা দায়ের করে আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhusan)মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ তুলে জানান যে ওই সংস্থা ভারতীয় জনতা পার্টিকে প্রায় ১৪০ কোটি টাকা দিয়েছে। এর বিনিময়ে কেন্দ্র সরকার ওই সংস্থাকে ১৪ হাজার কোটির বরাত দিয়েছে। অর্থাৎ হিসেব করলে দাঁড়ায় পুরো কেলেঙ্কারির পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি। নির্বাচনী বন্ডের (Electoral Bonds) দুর্নীতির অঙ্ক নিয়ে বিস্ফোরক দাবি করে প্রশান্ত জানান, বন্ডের মাধ্যমে প্রত্যেক হাজার কোটির অনুদানের জন্য সংস্থাগুলি তার ১০০ গুন সুবিধা সরকারের কাছ থেকে নিয়েছে। শুধু তাই নয়, বন্ডের মাধ্যমে অনুদান না হলে ইডি-সিবিআই হয়তো বহু সংস্থার দুর্নীতি প্রকাশ্যে আনতে পারত বলে অভিযোগ তাঁর।

সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং ‘কমন কজ’ নামের ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্তের আর্জি জানানো হয়। আবেদনকারীদের দাখিল করা পিটিশনে আরও বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) দ্বারা নির্বাচন কমিশনের সাথে শেয়ার করা ডেটাতে এমন দৃষ্টান্তও দেখা গেছে যেখানে ক্ষমতাসীন দলগুলি আপাতদৃষ্টিতে জনস্বার্থ এবং সরকারি কোষাগারের খরচে বেসরকারি কর্পোরেটদের সুবিধা প্রদানের জন্য নীতি এবং আইন সংশোধন করেছে। তাই গোটা বিষয়টি নিয়ে কীভাবে তদন্ত হচ্ছে তা পর্যবেক্ষণ করুক দেশের শীর্ষ আদালত।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version