হাইকোর্টের এককলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬হাজার। সোমবারের রায়ের পরে বারবারই এর বিরুদ্ধে প্রচারসভা থেকে গর্জে উঠেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সভা থেকে তীব্র খোঁচা দিলেন মমতা। তাঁর কথায়, আদালত বিজেপির (BJP) ‘তীর্থ কেন্দ্রে’ পরিণত হয়েছে। দোষী ও খুনের অভিযুক্তদের জামিন দেওয়া হচ্ছে।
এদিন নিয়োগ মামলা নিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি কোনো বিভাগের নিয়োগ পদ্ধতিতে হস্তক্ষেপ করি না। আদালত বিজেপির ‘তীর্থ কেন্দ্রে’ পরিণত হয়েছে। হয়েছে। দোষী ও খুনের অভিযুক্তদের জামিন দেওয়া হচ্ছে। এটাও কি আইন? আমি বিচারকদের কথা বলব না, বিচারের কথা বলব। ত্রুটিগুলি যাচাই-বাছাই করা হবে কিন্তু ২৬০০০ চাকরি কীভাবে বাতিল করা হয়?“ মমতার কথায়, ২৬ হাজারের চাকরি গিয়েছে। বাংলায় কি স্কুল চলবে না? তীব্র আক্রমণ করেন তৃণূল সুপ্রিমো বলেন, “বিজেপি সবার চাকরি খাচ্ছে।“ বিজেপিকে সবাইকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, হয় বিজেপিকে ভোট দাও, নাহলে জেলে যাও।
মমতার কথায়, কোথাও কোনও সমস্যা হলে আদালত পরামর্শ দিতে পারত। তা না করে ২৬ হাজারের চাকরি বাতিল করে দিল। এটা বিচার! তাঁর কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।