Saturday, May 3, 2025

লোকসভা নির্বাচনের আবহে পুরনো কাসুন্দি ঘেঁটে কংগ্রেসের সমালোচনায় সরব নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে ইন্ডিয়া জোটের শক্তিকে ভয় পেয়ে এবার রাজীব গান্ধীর (Rajib Gandhi) প্রসঙ্গ তুলে ‘উত্তরাধিকার কর’ (Inheritance Law)ইস্যুকে হাতিয়ার করে মেরুকরণের রাজনীতি করার অভিযোগ মোদির বিরুদ্ধে। শুধু তাই নয় ভোটারদের মন পেতে দেশের মানুষকে ভুল তথ্য দিচ্ছে বিজেপি (BJP)সরকার বলেও তোপ দেগেছে জাতীয় কংগ্রেস (Congress)।

মোদির অভিযোগ, যখন ইন্দিরা গান্ধী মারা যান, সেই সম্পত্তি তাঁর সন্তানকে দেওয়া হয়। কিন্তু আগে যে আইন ছিল তাতে, সেই সম্পত্তির অংশ সরকারেরও প্রাপ্য থাকত। কিন্তু রাজীব গান্ধী এই কর তুলে দিয়েছিলেন ইন্দিরার সম্পত্তি পেতে। এবার সেই করই নতুন করে চালু করার প্রস্তুতি চলছে। এরপরই কংগ্রেসের তরফে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)বলেন মোদি যা বলছেন সেটা পুরোপুরি মিথ্যে কথা। আসলে মূল এজেন্ডা থেকে মানুষের মন ঘোরাতে এইসব কথা বলছে বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রমেশ বলেন, প্রথমে কংগ্রেসের ইস্তেহারকে সাম্প্রদায়িক রং দিতে চেয়েছিল বিজেপি। সেই কাজে সফল না হওয়ায় এবার মেরুকরণের নতুন ভাষায় কথা বলছেন মোদি। উত্তরাধিকার কর নিয়ে তিনি স্পষ্ট জানান, রাজীব গান্ধী ১৯৮৫ সালে এটা তুলে দিয়েছিলেন। যদিও অরুণ জেটলি ও জয়ন্ত সিনহার মতো বিজেপি নেতারা এই করের পক্ষে ছিলেন। আসলে উত্তরাধিকার কর কংগ্রেস ফিরিয়ে আনতে চায় বলে বিজেপি নির্বাচনের মঞ্চে যে প্রচার করছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে মোদি বুঝে গেছেন যে তাঁর ‘আব কি বার চারশো পার’ কিংবা ‘মোদি কি গ্যারান্টি’র মতো স্লোগান আর চলছে না। তাই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version